Advertisement
Advertisement

Breaking News

মমতার কাছেই তিনসুকিয়া গণহত্যার জবাব চাইলেন তৃণমূল কাউন্সিলর!

দেখুন ভিডিও।

TMC councillor mistakenly raises slogan against CM
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 4, 2018 11:43 am
  • Updated:November 4, 2018 11:43 am

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদে উত্তাল অসম৷ বাঙালি খুনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও৷ রবিবার সকালে তিনসুকিয়া পৌঁছেও গিয়েছেন তৃণমূল সাংসদ ও বিধায়করা৷ এই যখন পরিস্থিতি, ঠিক তখনই খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনসুকিয়া গণহত্যার জবাব চেয়ে স্লোগান দিলেন শাসকদলের এক কাউন্সিলর৷ সেই ঘটনার ভিডিও আবার ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটিতে৷ বিড়ম্বনায় তৃণমূলের জেলা নেতৃত্ব৷ অভিযুক্ত কাউন্সিলরকে শোকজ করা হবে বলে জানিয়েছেন শাসকদলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক ডি শিবদাসন৷

[বীরভূমের নানুরে রাতভর চলল গুলি, আশঙ্কাজনক ৫]

Advertisement

ঘটনাটি ঠিক কী? গত বৃহস্পতিবার অসমের তিনসুকিয়ায় ব্রহ্মপুত্র নদের চরে দাঁড় করিয়ে পাঁচজন বাঙালি যুবককে গুলি করে খুন করা হয়৷ শুক্রবার ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়৷ পড়শি রাজ্যে বাঙালি হত্যার প্রতিবাদে এ রাজ্যে বিভিন্ন জায়গায় ধিক্কার মিছিল বের করে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ অসমে এনআরসি-র কারণে জঙ্গি উসকানি পেয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তড়িঘড়ি তিনসুকিয়ায় চার সদস্যের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় শাসকদল৷ রবিবার সকালে তিনসুকিয়া পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও সাংসদ৷ এই পরিস্থিতিতে দলকে বিড়ম্বনায় ফেললেন আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ আচার্য৷

Advertisement

শনিবার তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদে আসানসোলের কুলটির সাঁকতোড়িয়া ধিক্কায় মিছিল বরে করেছিল তৃণমূল কংগ্রেস৷ মিছিলের নেতৃত্বে ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর অভিজিৎ আচার্য৷ তিনি স্লোগান দেন, “অসমে পাঁচজন বাঙালিকে হত্যা কেন করা হল? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও।” নেতার তালে তালে একই স্লোগান দিয়ে ফেলেন শাসকদলের কর্মীরাও৷ ঘটনাটি যথারীতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ বিড়ম্বনায় পড়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব৷ জেলা সম্পাদক ডি শিবদাসন জানিয়েছেন, অভিযুক্ত কাউন্সিলরকে শোকজ করা হবে৷ উত্তর সন্তোষজনক না হলে তাঁকে সাসপেন্ড করা হবে৷ বস্তুত কাউন্সিলর অভিজিৎ আচার্যকে শোকজ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷

দেখুন ভিডিও:

 

[ ছুটি নেওয়ায় আধিকারিকদের বিদ্রুপ, অভিমানে আত্মঘাতী ট্রেনচালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ