Advertisement
Advertisement

মন্দারমণিতে অবৈধ হোটেল ভাঙল প্রশাসন, ক্লোজ হলেন ওসি

কয়েকটি হোটেল প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে নির্মাণ কাজ করছিল

Authority demolished illegal hotels in Mandarmani, Officer in charge closed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2016 4:07 pm
  • Updated:December 13, 2016 4:07 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: নিয়ম ভেঙে মন্দারমণির সমুদ্র সৈকতে তৈরি হোটেলগুলির বিরু‌দ্ধে অভিযানে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন৷ মঙ্গলবার সকালে ওই এলাকায় চারটি হোটেল ভেঙে দেওয়া হল প্রশাসনের তরফে৷ সমুদ্র সৈকতে অবৈধ হোটেল নির্মাণে স্থানীয় মন্দারমণি উপকূল থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ওই থানার ওসি পার্থ বিশ্বাসকে এই অভিযোগে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, এটা রুটিন বদলি৷  মন্দারমণির সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় সেখানে কোনওরকম নির্মাণ করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল হাই কোর্ট৷ সৈকতের সিআরজেড এলাকার নতুন নির্মাণের উপর প্রশাসনিক নিষেধাজ্ঞাও রয়েছে৷ দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকায় ১৪৪ ধারাও জারি করে রেখেছে  প্রশাসন৷ অভিযোগ, প্রশাসনের নির্দেশকে অমান্য করেই ওই এলাকায় চারটি হোটেল গড়ে উঠেছিল৷

সোমবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমল, পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ প্রশাসনের একাধিক আধিকারিক মন্দারমণি পরিদর্শনে যান৷ প্রশাসন সূত্রে খবর, তারপর রাতেই অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ জেলাশাসক রেশমি কোমল জানান, মন্দারমণিতে কয়েকটি হোটেল প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে নির্মাণ কাজ করছিল৷ আমাদের চোখে পড়ার পর তা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ