Advertisement
Advertisement

গ্রাহকসেবা কেন্দ্রে ঢুকে ব্যাংক কর্মীকে গুলি দুষ্কৃতীদের, চাঞ্চল্য অন্ডালে

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু৷

Bank employee brutally murdered in Andal

ছবি: উদয়ন গুহরায়

Published by: Tanumoy Ghosal
  • Posted:September 11, 2018 7:45 pm
  • Updated:September 11, 2018 7:45 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ডোমজুড়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটল পূর্ব বর্ধমানের অন্ডালে৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকসেবা কেন্দ্র বা সিএসপিতে ঢুকে এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অণ্ডালের বেনিয়াডি এলাকায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুটের উদ্দেশ্যে ওই ব্যাংক কর্মীকে খুন করেছে দুষ্কৃতীরা৷

[হাওড়ায় ব্যাংক কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি খণ্ডিত দেহ]

Advertisement

এ রাজ্যের বহু জায়গায় ব্যাংকের শাখা নেই৷ যেখানে শাখা থাকে না, সেখানে কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি চালু করে ব্যাংক কর্তৃপক্ষ৷ এই সিএসপির মাধ্যমে ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করেন গ্রাহকরা৷ বছর তিনেক আগে অন্ডালের বেনিয়াডিতে সিএসপি বা গ্রাহকসেবা কেন্দ্র করে চালু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি৷ ব্যাংকের সঙ্গে চুক্তির ভিত্তিতে সিএসপি পরিচালনা করতেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায় নামে এলাকারই এক যুবক৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকসেবা কেন্দ্রে টাকা তুলতে এসেছিলেন মহিলা৷ ঠিক তখনই পিএনবির সিএসপিতে ঢোকেন দু’জন যুবক৷ তাদের মাথায় হেলমেট ছিল৷ সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা লুট করার চেষ্টা করে তারা৷ চিৎকার করতে শুরু করেন তিনি৷ পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা যখন পালানো চেষ্টা করে, তখন তাদের পিছনে ধাওয়া করেন সুপ্রকাশ৷ তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ বুকে লাগে ওই যুবকের৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়৷ ঘটনায় চাঞ্চল্য পড়ে অন্ডালের বেনিয়াডি এলাকায়৷

Advertisement

এলাকায় ভাল ছেলে বলেই পরিচিত ছিলেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়৷ ব্যাংকে গ্রাহকসেবা কেন্দ্র থেকে তাঁর বাড়ি দূরত্ব কম বেশি হলে ১০০ মিটার৷ তাঁর মৃত্যুতে এলাকা শোকের ছায়া৷ অন্ডালের বেনিয়াডি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আশেপাশে দুটি-চারটে দোকান আছে ঠিকই৷ তবে পিএনবি সিএসপিটি যে জায়গায়, সে জায়গাটি বেশ নির্জন৷ যদিও আগে কখনও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি৷ এদিকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্রাহকসেবা কেন্দ্রে লুট করতেই এসেছে দুষ্কৃতীরা৷ বাধা পেয়ে সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়কে খুন করেছে তারা৷ ঘটনার তদন্তে অন্ডাল থানার পুলিশ৷ দিন কয়েক আগে হাওড়ার ডোমজুড়ে নৃশংসভাবে খুন হন বেসরকারি ব্যাংকের এক কর্মী৷ রাস্তা থেকে উদ্ধার হয় তাঁর বস্তাবন্দি খণ্ডিত দেহ৷

[ ভিনধর্মে প্রেমের ‘সাজা’, পরিবারের সম্মানরক্ষায় খুন তরুণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ