Advertisement
Advertisement
Vande Bharat Train

আরও একটি বন্দে ভারত পাচ্ছে বাংলা, কোন রুটে ছুটবে এই ট্রেন?

ভোটের মুখে 'চমক' মোদির

Bengal getting another Vande Bharat Train

ফাইল চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:March 11, 2024 8:56 pm
  • Updated:March 11, 2024 8:56 pm

সুমিত বিশ্বাস,পুরুলিয়া: লোকসভা ভোটের মুখে আরও ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার আমেদাবাদ থেকে ৮৫ হাজার কোটি টাকায় রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের সঙ্গে এই ১০টি বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন তিনি। এর মধ্যে আরও একটি নতুন বন্দে ভারত সরাসরি পাচ্ছে বাংলা। নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত সরাসরি বাংলা পেলেও রাজ্যের একেবারে পাশ দিয়ে আরও একাধিক এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেন যাবে। তার মধ্যে রয়েছে রাঁচি-বারাণসী নতুন বন্দে ভারত। এই ট্রেন পুরুলিয়ার পাশে বোকারো ছুঁয়ে যাবে। নতুন ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা ছাড়াও সম্প্রসারণ হওয়া আগের চারটি বন্দে ভারতেরও সূচনা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর হাত ধরে রেলের যে প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস হবে তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প রয়েছে ‘ওয়ান স্টেশন-ওয়ান প্রোডাক্ট’। এই প্রকল্পে ১৫০০টি স্টল ও ট্রলির সূচনা করবেন। অর্থাৎ দেশ জুড়ে বিভিন্ন হস্তশিল্পকে সংশ্লিষ্ট এলাকার স্টেশনে তুলে ধরা হবে। এই প্রকল্পের মধ্য দিয়ে হস্তশিল্পীরা স্টেশনেই একটি আলাদা বাজার পাবেন। আসলে এই প্রকল্পের মধ্য দিয়ে প্রান্তিক হস্তশিল্পীদের আয়ের সুযোগ করে দিয়ে তাদের আর্থ-সামাজিক অবস্থার বদল ঘটাতে চাইছে ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন,”মঙ্গলবার আমেদাবাদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ১০টি বন্দে ভারত সূচনা করছেন। তার মধ্যে একটি বন্দে ভারত সরাসরি বাংলা পাচ্ছে। প্রধানমন্ত্রীর হাত ধরে রেলের মোট ৮৫ হাজার কোটি টাকার উদ্বোধন ও শিলান্যাসে ‘ওয়ান স্টেশন-ওয়ান প্রোডাক্ট’ নামে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। যার মধ্য দিয়ে দেশ জুড়ে হস্তশিল্পীদের আয়ের সুযোগ করে দেবে রেল।”

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেপ্তারি, ধৃত শাহজাহানের ‘ডান হাত’-সহ ২]

নিউ জলপাইগুড়ি-পাটনা ছাড়া আরও ৯টি বন্দে ভারত হল আমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, মাইসুরু- চেন্নাই, পাটনা-লখনউ, পুরি- বিশাখাপত্তনম, লখনৌ- দেরাদুন, কালাবুরাগাই- বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী , খাজুরাহো-দিল্লি। যে চারটি বন্দে ভারত ট্রেনের সম্প্রসারণ হবে সেগুলি হল আমেদাবাদ-জামনগর। এই ট্রেনটি সম্প্রসারিত হয়ে দ্বারকা যাবে। একইভাবে আজমার-দিল্লি সম্প্রসারণ হবে চন্ডিগড়, গোরখাপুর-লখনৌ বন্দে ভারত সম্প্রসারণ হবে প্রয়াগরাজ, তিরুবন্তপুরম- কাঁসারগড় সম্প্রসারণ হবে মাঙ্গালুরু পর্যন্ত। এছাড়া আরও উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৩৫টি রেল কোচ রেস্টুরেন্ট, ৯৭৫ টি সৌর বিদ্যুৎ স্টেশন ভবন, ৫১ টি গতি শক্তি মাল্টি-মডেল কারগো টার্মিনালস, ৫০ টি স্টেশনে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র, ফ্রেট ট্রেন, শিলান্যাস করবেন রেলওয়ে ওয়ার্কশপ, লোকোশেড।

Advertisement

[আরও পড়ুন: আজই CAA লাগু! ‘নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকব না’, হুঙ্কার মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ