Advertisement
Advertisement
মমতা

বাংলাই চরম শিক্ষা দেবে বিজেপিকে, আরামবাগের সভা থেকে চ্যালেঞ্জ মমতার

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় চূড়ান্ত ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷

'Bengal will teach you', CM challenges BJP from Arambag rally
Published by: Sucheta Sengupta
  • Posted:April 23, 2019 2:24 pm
  • Updated:June 22, 2022 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা গ্রীষ্মে সাত দফা ভোট নিয়ে এই প্রথম নির্বাচনী জনসভায় আপত্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী৷ আরামবাগে দলীয় প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে সভার শুরুতেই তাঁর মন্তব্য, “দেশে এত দফায় ভোট এই প্রথম৷ বিজেপি নিজের সুবিধার জন্য এতগুলো দিনে ভোট করছে৷ গরমে মানুষের কষ্টের কথা ভাবেনি৷” এই গরমে তাঁরও যে একটানা জনসভা করতে কষ্ট হচ্ছে, পরোক্ষে সেই বার্তাও দিলেন৷  

আজ তৃতীয় দফা ভোটে মালদহের দু’টি বুথে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশের প্রসঙ্গ তুলে ক্ষোভ ফেটে পড়লেন মমতা৷ তাঁর মন্তব্য, “আমার কাছে অভিযোগ এসেছে, ইংরেজবাজারের ১৬৬,১৬৭ নং বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী ঢুকে বিজেপির হয়ে ভোট করাচ্ছে৷ একই অভিযোগ পেয়েছি ইটাহার থেকেও৷ কেন এমনটা হবে? বাহিনীর কাজ নিরাপত্তা বজায় রাখা৷ বিজেপির হয়ে কাজ করা নয়৷ আমরা এই বিষয়টি কমিশনে জানিয়েছি৷” সেইসঙ্গে জনসভায় উপস্থিত মানুষজনকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘আপনাদের কেউ এভাবে ভোট করাতে এলে, তাঁদের কথা শুনবেন না৷ আপনার ভোট আপনার সিদ্ধান্ত৷ নিজের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন৷’

Advertisement

[ আরও পড়ুন: ‘এই বুথ আমার’, পুলিশ আধিকারিককে হুমকি প্রাক্তন তৃণমূল বিধায়কের]

নির্বাচনী মরশুমে এরাজ্যের পুলিশ প্রশাসনে একাধিক রদবদল হয়েছে৷ সোমবারই ৩ থানার আইসি পদমর্যাদার অফিসার-সহ ৭ জনকে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হয়েছে৷ এর নেপথ্যে বিজেপি-র চক্রান্তের অভিযোগ তুলে প্রকাশ্যে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রশ্ন, উত্তরপ্রদেশ, অসমের মতো যেসব জায়গায় বিজেপির সরকার, সেখান থেকে কেন পুলিশ অফিসারদের বদলি হচ্ছে না? বেছে বেছে কেন বাংলার পুলিশ অফিসারদের বদলি? মুখ্যমন্ত্রীর স্পষ্ট যুক্তি, রাজ্যের কাজকর্ম রাজ্য পুলিশ দেখবে৷ নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী এলে কোনও আপত্তি নেই৷ কিন্তু তারা এক্তিয়ারের বাইরে গিয়ে এবং নির্বাচনী বিধিভঙ্গ করে কাজ করছে৷ আর তাতেই তাঁর আপত্তি৷ বিজেপির বিরুদ্ধে বাংলার প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা – ‘বাংলার প্রতি এমন আচরণ করা হচ্ছে, এই বাংলাই বিজেপিকে যথাযোগ্য শিক্ষা দেবে৷ বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসই আগামী দিনে সব আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে দিল্লিতে সরকার গড়বে৷’

Advertisement

[আরও পড়ুন: ইটাহারে বোমা বাঁধতে গিয়ে জখম তিন বিজেপি সমর্থক, এলাকায় উত্তেজনা]

বিজেপিকে আক্রমণের পাশাপাশি এদিন তৃণমূল সুপ্রিমো দলীয় কর্মীদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন৷ তাঁর কথায়, “মানুষকে ভালবেসে কাজ করতে হবে৷ ভুলত্রুটি হলে সংশোধন করে ফের কাজে মন দিতে হবে৷ সংশোধন করা জরুরি৷ জনগণের কাজ করতে হলে, জনগণকে সঙ্গে নিয়ে থাকতে হবে৷” মালদহ দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির স্বামী আর কে চৌধুরিকে এরাজ্যের নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা সংক্রান্ত কমিশনের সিদ্ধান্তের প্রসঙ্গ আবারও তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘স্ত্রী ভোটে লড়ছেন, আর স্বামী নির্বাচনের দায়িত্বে৷এটা কীভাবে হয়? আমরা এনিয়ে কমিশনে আপত্তি জানিয়েছিলাম বলেই বদল হয়েছে৷’

[আরও পড়ুন: ভোটের শুরুতেই বোমাবাজি ডোমকলে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ]

সোমবারই রাজ্যে একাধিক সভা করতে এসে রিগিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন অমিত শাহ৷ এদিনের সভা থেকে তার জবাবে মমতা বললেন, ‘রিগিং নিয়ে আমি ভয় পাই না৷ আপনারা ভয় পান৷ ত্রিপুরায় কী করেছেন? ওখানে তো ভোট হয়নি, রিগিং হয়েছে৷ রিগিং করেই জিতেছেন৷’ সভাশেষে প্রার্থী অপরূপা প্রার্থীকে সঙ্গে নিয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘অপরূপা ভাল মেয়ে৷ অনেক কাজ করেছে, লড়াই করেছে৷ ওকে আপনারা সবাই মিলে আবার নির্বাচিত করুন৷’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ