Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল

‘এই বুথ আমার’, পুলিশ আধিকারিককে হুমকি প্রাক্তন তৃণমূল বিধায়কের

কুশমণ্ডিতে বিজেপি সমর্থকদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷

Former TMC MLA threatens cops deployed at polling booth
Published by: Tanujit Das
  • Posted:April 23, 2019 12:58 pm
  • Updated:April 23, 2019 7:20 pm

রাজা দাস, বালুরঘাট: বুথে এসে কর্তব্যরত পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বালুরঘাট লোকসভার কুমারগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক মাহমুদা বেগমের বিরুদ্ধে৷ এলাকার প্রভাবশালী এই তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, ‘এই বুথ আমার, এখানে পুলিশ কী করছে?’ এই ঘটনাকে কেন্দ্র জেলায় তুঙ্গে রাজনৈতিক বিতর্ক৷ এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা৷

[ আরও পড়ুন: ইটাহারে বোমা বাঁধতে গিয়ে জখম তিন বিজেপি সমর্থক, এলাকায় উত্তেজনা]

Advertisement

অভিযোগ, মঙ্গলবার সকালে দলবল নিয়ে কুমারগঞ্জের ১৭০ নম্বর বুথে আসেন সেখানকার প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগম৷ পুলিশকে লাইন ম্যানেজ করতে দেখেই তাঁর চটে যান তিনি৷ তখনই পুলিশকে লক্ষ্য করে হুমকি দেন৷ তাঁকে বলতে শোনা যায়, ‘‘এই বুথে ঝামেলা করলে, আমার ছেলেরা কী মুখ বুজে থাকবে৷ এই বুথ আমার৷ আমি খাটনি করে এই বুথ তৈরি করেছি৷ ৩৪ বছরে এখানে কেউ আসতে পারেনি৷ এই বুথে পুলিশের কী দরকার আছে?’’ প্রাক্তন তৃণমূল বিধায়কের এই হুমকি ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয় জেলায় রাজনৈতিক মহলে৷ সমালোচনায় মুখর হন বিরোধীরা৷

Advertisement

[ আরও পড়ুন: ভোটের শুরুতেই বোমাবাজি ডোমকলে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ ]

জেলার বিজেপি নেতা গৌতম চক্রবর্তী অভিযোগ করেন, ‘‘বুথের পোলিং এজেন্টকে মারধর করে বের করে দিয়েছে মাহমুদা বেগমের লোকরা৷ প্রাক্তন বিধায়ক নিজে দাঁড়িয়ে ভোট করাচ্ছেন বুথে।’’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মাহমুদা বেগম৷ তাঁর দাবি, ‘‘বিরোধীরা মিথ্যে কথা বলছেন। এলাকায় ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে৷ সমস্ত বুথে সব দলের এজেন্ট রয়েছে। বিজেপি মিথ্যা অভিযোগ করছে৷’’

অন্যদিকে, বালুরঘাটের কুশমণ্ডিতে বিজেপি সমর্থকদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিরুদ্ধে৷ অভিযোগ, বুথে কেন্দ্রীয় বাহিনী থাকায়, মাঝরাস্তায় আটকাচ্ছে তৃণমূলের সমর্থকরা৷ মারধর করা হয়েছে একাধিক বিজেপি সমর্থককে৷ এবং এরপরই এলাকার মহিলারা সিদ্ধান্ত নেন, তাঁরা একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিতে যাবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ