Advertisement
Advertisement
ভারতী ঘোষ

ভারতীকে ঘিরে বিক্ষোভ ঠেকাতে চার রাউন্ড গুলি দেহরক্ষীর, গুরুতর জখম এক

ইটের আঘাতে ভাঙল ভারতী ঘোষের গাড়ি, কাঠগড়ায় তৃণমূল৷

Bharati ghosh security allegedly fired in Keshpur, one person injured
Published by: Tanujit Das
  • Posted:May 12, 2019 11:09 am
  • Updated:May 12, 2019 11:09 am

সম্যক খান, মেদিনীপুর: ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তপ্ত কেশপুর৷ প্রথমে, ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে শারীরিক ভাবে হেনস্তা করার পর, এবার তাঁকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে৷ ইটের আঘাতে মাথা ফাটল ঘাটালের বিজেপি প্রার্থীর এক নিরাপত্তারক্ষীর৷ ভাঙল তিনটে গাড়ি৷ পরিস্থিতি সামাল দিতে গুলি চালান ভারতী ঘোষের দেহরক্ষী৷ গুলিবিদ্ধ হন এক ব্যক্তি৷

[ আরও পড়ুন: বিয়ের দুই সপ্তাহ আগে নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন যুবক, বেপাত্তা দাদা-বউদি ]

Advertisement

জানা গিয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে এদিন দোগাছিয়ার একটি বুথে যান ভারতী ঘোষ৷ সেখান পৌঁছতেই তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ৷ ইটবৃষ্টির অভিযোগ ওঠে শাসকদলের সমর্থকদের বিরুদ্ধে৷ উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ ইটের আঘাতে মাথা ফাটে ভারতী ঘোষের এক নিরাপত্তারক্ষীর৷ ভাঙা পড়ে বেশ কিছু সংবাদমাধ্যমের গাড়ি৷ ভাঙা হয় ভারতী ঘোষের গাড়িও৷ স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি চালায় ভারতী ঘোষের দেহরক্ষী৷ গুলির আঘাতে গুরুতর জখম হয়েছেন বখতিয়ার খান নামের এক ব্যক্তি৷ এলাকার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী৷

কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলেছেন ভারতী ঘোষ৷ তিনি জানান, কমিশন সঠিক ভাবে কাজ করছে না৷ অনেক বুথে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই৷ ফলে দেদার ছাপ্পা দিচ্ছে শাসকদল৷ যদিও ভারতী ঘোষের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ঘাটালের বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে তিনি জানান, পরাজয়ের ভয়ে এবং খবরে থাকার জন্যই একাজ করছেন ভারতী ঘোষ৷ প্রতিপক্ষের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী৷

[ আরও পড়ুন: ধস্তাধস্তিতে উপড়ে গেল পায়ের নখ, কেশপুরে আক্রান্ত ভারতী ঘোষ ]

এর আগে কেশপুরের চাঁদখালির বিভিন্ন বুথে ছাপ্পা ভোটের খবর পেয়ে সেখানে যান ঘাটালের বিজেপি প্রার্থী৷ জানতে পারেন, সেখানকার একাধিক বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না৷ এরপরই সেখানে যান ভারতী ঘোষ৷ অভিযোগ, সেখানে পৌঁছাতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে একদল মহিলা৷ হেনস্তা করা হয় ঘাটালের বিজেপি প্রার্থীকে৷ ধাক্কা দেওয়া হয় তাঁকে৷ মহিলাদের ধাক্কায় মাটিতে পড়ে যান ভারতী৷ তখনই তাঁর পায়ের আঙুলের নখ উপড়ে যায় বলে সূত্রের খবর৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন প্রার্থী৷ বিশৃঙ্খলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন৷ নিরাপদ স্থানে প্রার্থীকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা৷ সূত্রের খবর, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে এখনও কোনও অভিযোগ দায়ের করেননি ভারতী ঘোষ৷ তবে সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হতেই, ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন৷ এবং ওই এলাকায় আরও ফোর্স মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement