Advertisement
Advertisement

Breaking News

আরও কোণঠাসা গুরুং, পাহাড়ে গ্রেপ্তার মোর্চা নেতা বিমল দর্জি

সরকারি সম্পত্তি নষ্ট, হিংসা-সহ একাধিক মামলা গুরুং ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে।

Bimal Gurung aide held by Police
Published by: Subhamay Mandal
  • Posted:December 9, 2018 4:45 pm
  • Updated:December 9, 2018 4:45 pm

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: পরিবর্তিত পরিস্থিতিতে পাহাড়ে ফের সাফল্য পেল পুলিশ। গ্রেপ্তার করা হল গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা বিমল দর্জিকে। দীর্ঘদিন ধরে পলাতক ছিল বিমল দর্জি। তার বিরুদ্ধে গয়াবাড়ি রেলস্টেশনে আগুন লাগানো-সহ একাধিক নাশকতা ছড়ানোর মামলা চলছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। গতবছর পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে লাগাতার বনধ, আন্দোলন চালায় মোর্চা। ২০১৭ সালের ১৫ জুন গয়াবাড়ি রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা। এছাড়া বহু সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে। সরকারি সম্পত্তি নষ্ট, হিংসা-সহ একাধিক মামলা চলছে বিমল গুরুং ঘনিষ্ঠ বিমল দর্জির বিরুদ্ধে। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাকে আদালতে পেশ করা হয়।আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

[মধ্যমগ্রামে অমিতাভ মালিকের স্মৃতিতে পার্ক, উদ্বোধনে ডাক পেলেন না বিউটি]

Advertisement

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে কালিম্পংয়ের গরুবাথান সীমান্ত থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে একজন গুরুং ঘনিষ্ঠ ছিল৷ ধৃত বিমল ঘনিষ্ঠ মোর্চা নেতার নাম জুরন রাই৷ ধৃতদের মধ্যে একজন গাড়ির চালক ও একজন জুড়ান রাইয়ের সহযোগী ছিল৷ পাহাড়ে মোর্চার জঙ্গি আন্দোলনের সময় থেকে অশান্তির অভিযোগে ধৃত ওই নেতার খোঁজা করছিল পুলিশ৷ দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর পুলিশের জালে ধরা পড়ে এই মোর্চা নেতা৷ ধৃতের কাছ থেকে একটি বন্দুক ও ডেটোনেটর ও জিলেটিন স্টিক পাওয়া গিয়েছিল৷ ধৃত ওই মোর্চা নেতাকে জেরা করে গুরুংয়ের খোঁজে সন্ধান শুরু করে পুলিশ।পুলিশের কাছে খবর ছিল শান্ত পাহাড়ে নতুন করে অশান্তি ছড়াতেই অস্ত্র আনা হচ্ছিল৷

Advertisement

[উপত্যকায় নিকেশ ৩ জঙ্গি, জখম পাঁচ জওয়ান]

উল্লেখ্য, পাহাড়ে লাগাতার পুলিশি অভিযান, অনুগামীদের ধরপাকড়ের ঘটনায় রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে একদা গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। একসময়ের ‘ওনলি বিমল’ এখন ‘লোনলি বিমল’। একে একে গারদের পিছনে চলে গিয়েছে বহু অনুগামী। পায়ের তলা থেকে মাটি সরছে। তার উপর তার জায়গা নিয়ে নিয়েছেন বিনয় তামাং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন বিনয় নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন পাহাড়বাসীকে। সবমিলিয়ে কিস্তিমাত অবস্থা বিমলের। সেই পরিস্থিতিতে সুর নরম করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয় গুরুংপন্থীরা। তবে সেই আবেদনে সাড়া দেয়নি রাজ্য। এর থেকে স্পষ্ট যে, গুরুং আত্মসমর্পণ না করলে কোনওরকম আলোচনায় যেতে রাজি নয় রাজ্য। তার উপর অনুগামীদের গ্রেপ্তারির ঘটনা শিরঃপীড়া বাড়াচ্ছে গুরুংয়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ