Advertisement
Advertisement

বিয়ের পরেও অন্য মহিলার সঙ্গে সম্পর্ক, জামাইকে খুন করল শ্বশুরবাড়ির লোকেরা

সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার দেহ।

Birbhum: A youth allegedly murdered by law's over illcit relationship with a woman

প্রতীকী ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2018 5:15 pm
  • Updated:June 24, 2018 5:15 pm  

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর:  বিয়ের পরেও অন্য মহিলার সঙ্গে সম্পর্ক! জামাইকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে।  বীরভূমের নানুরে শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[জামাইষষ্ঠীতে এসে আর ফেরার নাম নেই, যেতে বলায় অভিমানে আত্মঘাতী দম্পতি]

Advertisement

মৃতের নাম রসুল বক্স। বাড়ি মুর্শিদাবাদে। দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতেন রসুল। তাঁর শ্বশুরবাড়ির বীরভূমের নানুরের বালিকুনি গ্রামে। ইদের ছুটিতে মুর্শিদাবাদে গ্রামের বাড়িতে ফিরেছিলেন রসুল। কয়েক দিন আগে স্ত্রীকে এনেছিলেন শ্বশুরবাড়িতে। নানুরের বালিকুনি গ্রামের বাসিন্দাদের দাবি, যেদিন রসুল এসেছিলেন, সেদিনই শেষবার তাঁকে দেখেছিলেন তাঁরা। রসুলকে দেখতে না পেয়ে গ্রামবাসীদের সন্দেহ হয়। খোঁজ খবর করতে শুরু করেন তাঁরা। গ্রামবাসীদের দাবি, শ্বশুরবাড়ির এক সদস্য তাঁদের জানান, রসুলকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ লুকিয়ে রাখা হয়েছে। খবর দেওয়া হয় নানুর থানায়।

শনিবার গভীর রাতে শ্বশুরবাড়ির ছাদে সেপটিক ট্যাক্স থেকে রসুল বক্সের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, নুন মাখিয়ে সাদা কাপড়ে মুড়ে মৃতদেহটি সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনার মৃতের শ্বশুর, শাশুরি ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এক মহিলার সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রসুল। এই নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তিও লেগেই থাকত। সম্ভবত সেই কারণে জামাই রসুলকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকেরা।

[সস্তার বিশ্বভারতীর গেস্ট হাউস এবার মহার্ঘ, ভাড়া বাড়ছে কয়েক গুণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement