Advertisement
Advertisement

Breaking News

‘কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনও পার্থক্য নেই’, মানিকের গলায় উলটো সুর

বিজেপি বিরোধী দলগুলিকে এককাট্টা হওয়ার ডাক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

BJP and Congress are same, says Manik
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2018 10:07 am
  • Updated:June 19, 2018 10:07 am

স্টাফ রিপোর্টার: একদিকে যখন সীতারাম ইয়েচুরি-সহ গোটা দলটাই আগামী লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করতে তৈরি, সেই সময় উলটো সুর মানিক সরকারের গলায়। সোমবার কলকাতায় এসে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন,“কংগ্রেসের নীতিই বাস্তবায়িত করছে বিজেপি। কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনও পার্থক্য নেই। তবে কংগ্রেস ধর্মান্ধ নয়।”

কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ যুব তৃণমূল কর্মীদের ]

Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রবিবারই দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর অপর সদস্য পিনারাই বিজয়ন। সেই ঘটনা নিয়ে চাপানউতোরের মধ্যেই মধ্যেই আরেক পলিটব্যুরো সদস্য মানিক সরকারও কেন্দ্র থেকে বিজেপিকে সরানোর জন্য সব দল ও অংশের মানুষকে সংগঠিত হতে বলেছেন। মানিকের কথায়, ‘‘বিজেপি যখন নীতি পালটাবে না, তখন বিজেপিকেই সরাতে হবে।” রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী ভূমিকা নিয়েছেন তা কার্যত স্বীকার করে নিয়েছে সিপিএম শীর্ষ নেতৃত্ব। তাই এদিন কলকাতায় এসে তৃণমূল বা রাজ্য সরকার সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করেননি মানিক সরকার। উলটে মমতার সুরেই বিজেপি বিরোধীদের এককাট্টা হওয়ার কথা বলেছেন।

Advertisement

মোবাইল সারানোর ছলে ব্যাংক থেকে টাকা গায়েব করে গ্রেপ্তার ৭ ]

টানা চার মাস তিনি ও তাঁর দল ত্রিপুরায় ক্ষমতার বাইরে। কিন্তু এই চার মাসে তাঁর দলের অভিজ্ঞতা নিয়ে একটি শব্দ খরচ করেননি মানিক সরকার। তাঁর বক্তব্যের পুরোটাই ছিল কেন্দ্র বিরোধী। একের পর এক উদাহরণ দিয়ে মানিক প্রমাণ করার চেষ্টা করেছেন চার বছরে দেশের আর্থ-সামাজিক অবস্থার কতটা হেরফের হয়েছে। হেরফের হয়েছে জনজাতি ও উপজাতি অংশের মানুষের। এদিন ‘অরুণ চৌধুরি স্মারক বক্তৃতা’ অংশ নিতে সস্ত্রীক কলকাতায় এসেছিলেন মানিক সরকার। মানিক সরকারের অভিযোগ, “গত চার বছরে দেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘু ও জনজাতি, উপজাতিদের উপর আক্রমণ হয়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু ধনীদের করছাড় দেওয়া হয়েছে। আবার বামপন্থীদেরও শক্তিক্ষয় হয়েছে। রাজ্যে দলের কর্মীদের ভরসা জোগাতে বলেছেন, ‘‘শুধু স্লোগান নয়। বিজেপিকে সরাতে স্লোগানকে বাস্তবায়িত করতে হবে। আর সেই ভূমিকা নিতে হবে বামদেরই। কারণ কংগ্রেস বড় দল হলেও যে ভূমিকা নেওয়া উচিত ছিল দুর্বলতার জন্য তা নিতে পারেনি।” মানিক সরকারের এদিনের এই বক্তব্য নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বঙ্গ সিপিএমের অন্দরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ