Advertisement
Advertisement
অর্জুন সিং

‘প্রতিটা ইলেকশনে নতুন অপারেশন করি’, ভোটের আগে হুঁশিয়ারি অর্জুনের

বারাকপুরের বিজেপি প্রার্থীকে নজরবন্দি করার দাবি তৃণমূলের৷

BJP candidate Arjun Singh threaten opposition on Election
Published by: Tanujit Das
  • Posted:May 5, 2019 3:30 pm
  • Updated:May 5, 2019 3:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘আগামিকাল নয়া প্ল্যানে ভোট করাব৷ আমি প্রতিটা ইলেকশনে নতুন নতুন অপারেশন করি৷’’ নির্বাচনের ঠিক একদিন আগে এই ভাষাতেই বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ এবং তাঁর এই হুমকিকে হাতিয়ার করে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল৷ রবিবারই বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে অর্জুন সিংকে নজরবন্দি করার দাবিতে সরব হয়েছে শাসকদল৷

[ আরও পড়ুন: ‘এতদিন পাশে ছিলেন, পাশে থাকুন’, রবিবাসরীয় প্রচারে আরজি মিমির]

Advertisement

সোমবার নির্বাচনের আগে, রবিবার বারাসতে সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে৷ সেখানে থেকে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেন বারাকপুরের বিজেপি প্রার্থী৷ হুঁশিয়ারির সুরে জানান, নির্বাচনের দিন শাসকদল ভোট লুট করতে এলে, কমিশন যদি সামাল দিতে না পারে, তবে প্রতিরোধ করা হবে৷ কেবল হুমকি দেওয়াই নয়, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও আক্রমণ করেন অর্জুন সিং৷ তিনি বলেন, ‘‘অনুব্রত গুন্ডা আমি প্রার্থী৷’’ যদিও অর্জুন সিংয়ের হুঁশিয়ারিকে কানে তুলতে নারাজ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তাঁর পালটা দাবি, ভাটপাড়ায় এতদিন রংবাজি, গুন্ডাগিরি করে এসেছে অর্জুন সিং৷ ৬ তারিখ উনি বুঝতে পারবেন না৷ ২৩ তারিখ ফলাফল ঘোষণা হলে তিনি বুঝতে পারবেন মানুষ কী চাইছে৷ বিজেপি প্রার্থীকে জ্যোতিপ্রিয়র চ্যালেঞ্জ, বিপুল ভোটে বারাকপুর লোকসভায় জয় লাভ করবে তৃণমূল৷ প্রতিদ্বন্দ্বীর হুমকিকে গ্রাহ্য না করে, মানুষের কাছে ভোট দেওয়ার আরজি জানিয়েছেন বারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী৷ প্রশাসনের উপর ভরসার রাখারও বার্তা দিয়েছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: ভারতীর ‘কুরুচিকর’ মন্তব্যকে সমর্থন দিলীপের, পালটা আক্রমণের হুমকি ]

পঞ্চম দফায় বারাকপুরের শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর নির্বাচন কমিশনও৷ ইতিমধ্যে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৫৬৭টি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে৷ ৩০০টি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে৷ কমিশন সূত্রে খবর, অন্য কেন্দ্রের তুলনায় দ্বিগুণ বাহিনী থাকছে বারাকপুরে৷ শুধু এই কেন্দ্রেই থাকছে ৭০ কোম্পানি বাহিনী৷ প্রতিটি বুথে সেনা জওয়ানরা থাকবে বলে আশ্বাস কমিশনের৷ এছাড়া ৩০০টি বুথে ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে সরাসরি নজরদারির ব্যবস্থা করা হয়েছে৷ ২২৫টি বুথে থাকছে মাইক্রো অবজারভার৷ থাকছে কুইক রেসপন্স টিপও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ