BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

রাজনীতিতে যুযুধান দম্পতি, স্বামী জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক স্ত্রী অনন্যা

Published by: Tanumoy Ghosal |    Posted: May 2, 2019 8:19 pm|    Updated: May 2, 2019 8:19 pm

BJP candidate Joy Banerjee's wife campaigns for TMC in Uluberia

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: সম্পর্কে স্বামী-স্ত্রী, কিন্তু রাজনৈতিকভাবে একেবার ভিন্ন মেরুর বাসিন্দা। ভোটের মরশুমে হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী স্বামী জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে সুর চড়াতে তাই কোনও দ্বিধা করলেন না স্ত্রী অনন্যা। কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর তিনি। রাজনৈতিক প্রতিপক্ষ  স্বামীর বিরুদ্ধে স্ত্রীর এমন আক্রমণের ধার দেখে স্তম্ভিত অনেকেই৷ 

[আরও পড়ুন: ইভিএম কারচুপির প্রতিবাদ করে কাটোয়ায় ঘরছাড়া বিজেপি কর্মী]

স্বামী-স্ত্রী দু’জনেই আগে তৃণমূলের সদস্য ছিলেন। ২০১৪ সালে তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সেবছর লোকসভা ভোটে বীরভূম কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের কাছে হেরে যান। এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে জয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। এদিকে জয়ের স্ত্রী অনন্যা কিন্তু তৃণমূল কংগ্রেসেই রয়ে গিয়েছেন। তিনি কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং রাজ্যের নারী ও শিশুকল্যাণ কমিটির চেয়ারম্যান।

বৃহস্পতিবার যখন উলুবেড়িয়া উত্তর বিধানসভা এলাকায় রোড-শো করছিলেন বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়, তখন উলুবেড়িয়া উত্তর বিধাসভা এলাকায়ই তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে সভা করলেন তাঁর স্ত্রী, তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও দলের প্রার্থীর হয়ে প্রচার করেছেন তিনি। জনসভায় নাম না করে জয় বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো আক্রমণ করেন তাঁর স্ত্রী। অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যিনি কারও দায়িত্ব নিতে পারেন না, তিনি জণগণের দায়িত্ব নেবেন কী করে? গো-হারান হারবেন। ভোটপাখি হয়ে নির্বাচনে দাঁড়ানোর জবাব দেবেন উলুবেড়িয়ার মানুষ। হারার পর ফের দিদির পায়ে গিয়েই পড়তে হবে।’ গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বিজেপি প্রার্থীর স্ত্রীর হুঁশিয়ারি, ‘দুধ মাঙ্গো ক্ষীর দেঙ্গে, বাংলা মাঙ্গো, চির দেঙ্গে।’ 

২০১৪ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী অনন্যার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু যতবারই প্রশ্নের মুখে পড়েছেন, ততবারই বিষয়টি এড়িয়ে গিয়েছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। শুধু বলেছেন, তাঁর কোনও সন্তান নেই। সংসার বলতে শুধুই বাবা-মা। এই প্রেক্ষাপটে উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী স্বামীর বিরুদ্ধে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে