Advertisement
Advertisement

Breaking News

BJP

নিচে তেরঙ্গা, উপরে দলীয় পতাকা, স্বাধীনতা দিবসে কাঠগড়ায় পুরুলিয়ার বিজেপি নেতা

উলটো পতাকা তুললেন বাঁকুড়ার জেলাশাসক।

BJP flag above Tricolour! Purulia BJP leader in bog | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 15, 2022 3:48 pm
  • Updated:August 15, 2022 4:08 pm

সুমিত বিশ্বাস এবং টিটুন মল্লিক: স্বাধীনতা দিবসে জঙ্গলমহলের দুই জেলায় জাতীয় পতাকার (Indian National Flag) অবমাননার অভিযোগ। পুরুলিয়া বিজেপি নেতার বাড়িতে তেরঙ্গার উপরে উড়ল দলীয় পতাকা। আবার বাঁকুড়ার (Bankura) সংশোধনাগারে উলটো পতাকা তুললেন জেলাশাসক রাধিকা আইয়ার। স্বাভাবিকভাবেই দুই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরুলিয়ার (Purulia) পাড়া ব্লক অন্তর্গত আনাড়া গ্রামের বাসিন্দা বিজেপি জেড পি ৩৩-এর মণ্ডল সভাপতি খগেন বাউরি। দেখা যায়, তাঁর বাড়ির ছাদে জাতীয় পতাকার উপরে উড়ছে বিজেপির দলীয় পতাকা। সাংবাদিকরা তাঁর বাড়ি পৌঁছলে তড়িঘড়ি দলীয় পতাকা নামিয়ে দেন খগেন। ইতিমধ্যে এনিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

Advertisement

[আরও পড়ুন: অত্যাচার করেন স্বামী, রেহাই পেতে দুই সন্তানকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ মহিলার]

পুরুলিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটি আচার্যর অভিযোগ, “বিজেপি দল ও তাঁর নেতা জাতীয় পতাকার অবমাননা করেছে। মুখে বলছে, হর ঘর তেরঙ্গা। এদিকে তাদের দলের নেতাদেরই দলীয় পতাকার নিচে উড়ছে জাতীয় পতাকা। আমরা প্রশাসনকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।” এই কাণ্ডের পর সাফাই দিয়েছেন খগেন বাউরি। তাঁর কথায়, “হর ঘর তেরঙ্গা অভিযানে নিয়ম মেনে দলীয় পতাকার উপরে জাতীয় পতাকা লাগিয়েছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা নিচে পড়ে যায়। বাবার বয়স হয়েছে। তিনি ভুলবশত এই কাজটি করেছেন।”

Advertisement

 

অন্যদিকে, বাঁকুড়ার সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিপত্তি ঘটান জেলাশাসক রাধিকা আইয়ার। উলটো পতাকা উত্তোলন করে তিনি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও অজানা। জেলাশাসককে বারবার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি।

[আরও পড়ুন: বীরভূমে দলের কাজ চলবে আগের মতোই, কেষ্টর আসন ফাঁকা রেখে সিদ্ধান্ত তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ