Advertisement
Advertisement

Breaking News

বিজেপি কর্মীর মায়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত হরিপাল, কাঠগড়ায় পুলিশ ও প্রশাসন

পুলিশের গুলিতে মৃত্যু হয়নি, দাবি তৃণমূলের৷

BJP shown protest against Police for allegedly killing of a worker's mother
Published by: Tanujit Das
  • Posted:July 13, 2019 8:37 pm
  • Updated:July 13, 2019 8:37 pm

দেবাদৃতা মণ্ডল, চুঁচুড়া: পুলিশি অত্যাচারে মৃত্যু হয়েছে তাঁদের এক কর্মীর মায়ের, এই অভিযোগে শনিবার দুপুর থেকে হুগলির হরিপালজুড়ে বিক্ষোভ দেখাল বিজেপি৷ পুলিশের বিরুদ্ধে সরব হয়ে রাস্তা অবরোধ করলেন গেরুয়া শিবিরের কর্মীরা৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা৷ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, অসন্তোষ প্রদর্শন করলেন স্থানীয়রা৷ পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে৷ ইতিমধ্যে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন৷

[ আরও পড়ুন: ঘর ওয়াপসি তিন সদস্যের, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ পুনর্দখলের পথে তৃণমূল]

Advertisement

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয়েছে শুক্রবার৷ কাটমানি ফেরত চেয়ে এবং একশো দিনের কাজে দূর্নীতির অভিযোগে ওইদিন পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসী-সহ বিজেপির নেতা-কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, গ্রামের মানুষের ক্ষোভ প্রশমিত করতে ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ অভিযোগ লাঠিচার্জ করে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করে পুলিশ৷ এমনকী, রাতেও গ্রামে ঢোকে পুলিশ৷ তখনও সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়৷ এবং শনিবার সকালেও যার পুনরাবৃত্তি হয় বলে অভিযোগ৷ গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, এদিন সকালে প্রতিটি বাড়িতে ঢুকে গ্রামবাসীদের হুমকি দেয় পুলিশ৷ সাধারণ মানুষের উপর আবারও লাঠিচার্জ করা হয়৷

Advertisement

সূত্রের খবর, পুলিশের মার থেকে বাঁচতে, পালানোর সময় পড়ে গিয়ে মারা যান স্থানীয় বিজেপি কর্মী দিলীপ কোলের মা বাসন্তি কোলে৷ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ এরপরই মৃতার দেহ নিয়ে হরিপাল-জেজুর রোড অবরোধ করে বিজেপি৷ পুলিশের বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগে সরব হন তাঁরা৷ জানান, ইচ্ছাকৃত ভাবে তাঁদের উপর অত্যাচার চালাচ্ছে প্রশাসন৷ পিছন থেকে যাতে ইন্ধন দিচ্ছে শাসকদল৷ পুলিশের গুলিতে বাসন্তি কোলের মৃত্যু হয়েছে বলে জানান বিজেপি নেতা মুকুল রায়৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ মুকুল রায়কে কটাক্ষ করে হরিপালের বিধায়ক বেচারাম মান্না জানান, ‘‘ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই৷ পুলিশের গুলিতেও ওনার মৃত্যু হয়নি৷ মুকুল রায়কে সমগ্র দেশ মিথ্যাবাদী বলে জানানে৷’’ স্থানীয় সূত্রে খবর, পরে পুলিশ গিয়ে গ্রামবাসী ও বিজেপি কর্মীদের শান্ত করে৷ এবং কথাবার্তা বলে অবরোধ তোলেন তাঁরাই৷ ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন হুগলির গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু৷

[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ বলায় শ্রাদ্ধানুষ্ঠানে হামলার অভিযোগ, উধাও লক্ষাধিক টাকা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ