Advertisement
Advertisement
Raj Chakroborty-Kaushani Mukherjee

ভোটের দিন তারকা প্রার্থীদের ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান, বিজেপির বিক্ষোভের মুখে রাজ-কৌশানী

কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

BJP supporters chant 'Jai Sri Ram' slogan at Raj Chakroborty, Koushani Mukherjee | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 22, 2021 2:44 pm
  • Updated:April 22, 2021 5:31 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: ভোট ষষ্ঠীতে সকাল থেকেই বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বারাকপুর (Barrackpore) কেন্দ্র, উত্তর দিনাজপুর এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ। দুপুর গড়াতে অবশ্য অন্যান্য জায়গা থেকেও ছোটখাট সংঘর্ষের খবর মিলেছে। তবে দিনের শুরুতেই বারাকপুরের তারকা তৃণমূল (TMC) প্রার্থী রাজ চক্রবর্তীকে (Raj Chakroborty) ঘিরে অশান্তির খবরেই সরগরম হয়ে ওঠে এলাকা। বোঝা যায়, দিনভর এই এলাকায় রাজনৈতিক পারদ চড়েই থাকবে। সকালেই ঘুসিপাড়া এলাকায় রাজ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগানও। বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে এভাবে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। যদিও বিষয়টি গুরুত্ব দিতে চাননি রাজ। তাঁর আত্মবিশ্বাসী মন্তব্য, “আমরাই জিতছি। এভাবে বিক্ষোভ দেখিয়ে মা-মাটি-মানুষকে আটকানো যাবে না।” রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, এসবের নেপথ্যে রয়েছেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বারাকপুরের ভোট পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণ করছেন তিনিই।

দুপুর গড়াতে অবশ্য বারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নানা জায়গায় অশান্তির খবর মেলে। দুপুরের দিকে টিটাগড়ের (Titagarh) টাটাগেট এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। সূত্রের খবর, বোমার আঘাতে ১ শিশু-সহ জখম হন। রাস্তায় ৭, ৮ টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর। আতঙ্কিত গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখে মাস্ক পরা জনা কয়েক দুষ্কৃতী টাটাগেট এলাকায় এসে বোমাবাজি করে। মুখে মাস্ক থাকায় কাউকে চিহ্নিত করা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যে সবাইকে বিনা পয়সায় ভ্যাকসিন, তপনের সভা থেকে ঘোষণা মমতার

অন্যদিকে, সকাল থেকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) বুথে বুথে ঘুরে ভোট পরিস্থিতি দেখছেন। আসাননগরের একটি বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেখানে কিছুক্ষণ প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাদানুবাদ চলে। এরপর যথাযথ পরিচয়পত্র দেখিয়ে বুথে ঢুকতে পারেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে আরেকটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন কৌশানী। তাঁকে ঘিরে ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান। এই ঘটনার কথা কমিশনের কাছে পৌঁছতেই তারকা প্রার্থীর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ইদের দিনে ভোট নয়, নতুন সূচি ঘোষণা করল কমিশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ