Advertisement
Advertisement

Breaking News

BJP

গোষ্ঠীদ্বন্দ্ব-পরপর হারে বিপর্যস্ত গেরুয়া শিবির, কর্মীদের চাঙ্গা করতে বিজেপির ঢালাও কর্মসূচি

মে মাসের শুরুতেই রাজ্যে আসছেন অমিত শাহ।

BJP will hold mega rally and Hunger strike in Bengal from 2-11 May | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 19, 2022 6:02 pm
  • Updated:April 19, 2022 6:12 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি (BJP)। তলানিতে জনসমর্থন। একের পর এক নির্বাচনে গোহারা হারছে গেরুয়া শিবির। ভেঙেছে দলীয় কর্মীদের মনোবল। এমন পরিস্থিতিতে কর্মীদের  চাঙ্গা করতে ঢালাও কর্মসূচি নিল মোদি-শাহের দল। এমনকী, দলের গোষ্ঠীকোন্দলে লাগাম টানতে রাজ্যে আসছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। দলীয় সূত্রের খবর, দিন দুয়েক রাজ্যে থাকবেন তিনি।

বিজেপির অভিযোগ, রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ তৈরি করছে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। আর সেই অভিযোগ প্রমাণ করতে পারিবারিক খুনের ঘটনাতেও রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করেছে গেরুয়া শিবির। কিন্তু শত চেষ্টা করেও দলীয় কর্মীদের উজ্জীবিত করতে ব্যর্থ রাজ্য বিজেপি নেতৃত্ব। এমন পরিস্থিতিতে রাজ্যে আসছেন অমিত শাহ। পাশাপাশি, ২-১১ মে চলবে বিজেপির একাধিক কর্মসূচি।

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কার অর্থনৈতিক ভরাডুবি হয়েছে তাঁর ভুলেই, প্রথমবার ‘দোষ’ স্বীকার গোতাবায়া রাজাপক্ষের]

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি এখনও নিশ্চিত নয়। তবে দলীয় সূত্রের খবর অনুযায়ী, ৪ তারিখ রাজ্যে আসবেন শাহ। ৫ তারিখ দক্ষিণবঙ্গে বিএসএফের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধেয় বিজেপির ঘরোয়া বৈঠক সারবেন। সেদিন রাতে অথবা ৬ তারিখ সকালে উত্তরবঙ্গ রওনা দেবেন তিনি। সেখানে বিএসএফের আরেকটি অনুষ্ঠান আছে। পরে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের মিছিলে পা মেলাতে পারেন অমিত শাহ।

Advertisement

এদিকে ২-১১ মে পর্যন্ত বিজেপির ঢালাও কর্মসূচি রয়েছে। গাল ভরা নামও রয়েছে সেই কর্মসূচির। এক ঝলকে দেখে নিন বিজেপির সেই কর্মসূচি।

  • ২ মে: ‘গণতন্ত্র প্রতিষ্ঠা’ মহামিছিল।
  • ৩ মে: বিজেপির অনশন সত্যাগ্রহ। অংশ নেবেন বিজেপির সব জনপ্রতিনিধিরা। গান্ধী মূর্তির পাদদেশ বা অন্য কোথাও একবেলা অনশন চলবে। তারপর কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে ভোট পরবর্তী অশান্তিতে মৃতদের জন্য জনগণের কাছে সাহায্য ভিক্ষা করবেন তাঁরা।
  • ৪-৬ মে: অমিত শাহের উত্তর এবং দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা।
  • ৭ মে: ভোট পরবর্তী অশান্তিতে মৃত ‘শহিদ’দের শ্রদ্ধাঞ্জলি। জেলার জেলায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবে জেলা নেতৃত্ব। পরিবারের হাতে তুলে দেওয়া হবে পোশাক।
  • ৮-৯ মে: ব্লক স্তরে মিছিল হবে।
  • ১০ মে: কয়েকটি ‘শহিদ’ পরিবারের সদস্যরা কলকাতা আসবেন। সত্যাগ্রহ করবেন। তারপর তাঁদের নিয়ে রাজ্যপালের কাছে যাবে বিজেপি নেতৃত্ব।
  • ১১ মে: প্রতি জেলাস্তরে মিছিল।

দলীয় সূত্রে খবর, এ মাসের শেষে ‘শহিদ’ পরিবারগুলিকে নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে যাবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

[আরও পড়ুন: শ্রীলঙ্কার অর্থনৈতিক ভরাডুবি হয়েছে তাঁর ভুলেই, প্রথমবার ‘দোষ’ স্বীকার গোতাবায়া রাজাপক্ষের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ