Advertisement
Advertisement
বিজেপি কর্মী

রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত নানুর, গুলিবিদ্ধ বিজেপি কর্মী

গুলিবিদ্ধ বিজেপি কর্মী কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।

BJP worker injured in birbhum's nanur, police started investigation
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 7, 2019 12:45 pm
  • Updated:September 7, 2019 12:45 pm

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর:  বোমা-গুলিতে ফের উত্তপ্ত হয়ে উঠল নানুরের রামকৃষ্ণপুর। গুলিবিদ্ধ হয়েছেন এক বিজেপি কর্মী। অসুস্থ আরও একজন। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন, গোয়ালতোড়ে বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে ইঙ্গিত]

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে রামকৃষ্ণপুর গ্রামে একটি চায়ের দোকানে বসেছিলেন স্বরূপ গড়াই নামে ওই বিজেপি কর্মী। আরও বেশ কয়েকজনও ছিল তাঁর সঙ্গে। অভিযোগ, সেই সময় আচমকাই চায়ের দোকানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেখানে বোমাবাজিও করা হয়। এরপরই স্বরূপকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে ওই বিজেপি কর্মীর বুকে। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। পরে পুলিশ ও স্থানীয়রা স্বরূপকে উদ্ধার করে বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

nanur

Advertisement

নানুরে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “নানুরে বিজেপির পায়ের তলার মাটি শক্ত হচ্ছে। তাই হারানো জমি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। দীর্ঘদিন ধরেই বিজেপি কর্মীদের উপর এই আক্রমণ চলছেই।” তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘গোষ্ঠীদ্বন্দ্বে পুড়ছে বিজেপির ঘর। এখানে তৃণমূলের কোনও ব্যাপারই নেই। ওদের দলের মধ্যেই মারপিট চলছে। আর অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে।’’ তবে ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় থেকেই বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছিল গোটা বীরভূম। নির্বাচনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও ছবিটা কার্যত একই।

[আরও পড়ুন: সিউড়িতে বউবাজারের আতঙ্ক, বাসট্যান্ডের পাশে ভেঙে পড়ল বহুতলের দেওয়াল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ