টিটুন মল্লিক, বাঁকুড়া: মঙ্গলবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ডাঃ সুভাষ সরকারের নাম ঘোষণা করেছে দল। বৃহ্স্পতিবার থেকেই প্রচারে নেমে পড়লেন তিনি। ‘কোমর বেঁধে’ ভোটের ময়দানে নামার আহ্বান জানিয়ে প্রার্থীদের কোমরে গামছা বেঁধে দিলেন খোদ প্রার্থী সুভাষ সরকার।
[আরও পড়ুন: আসানসোলে বাবুল সুপ্রিয়র প্রচারে তৈরি সুসজ্জিত গাড়ি, শুরু জল্পনা]
অন্যান্য দলগুলির তুলনায় বেশ কিছুটা দেরিতে প্রার্থী তালিকার প্রকাশ করেছে বিজেপি। তবে নাম প্রকাশের পর এতটুকুও সময় নষ্ট করেননি দলের কর্মী-সমর্থকরা। মঙ্গলবারই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় ডাঃ সুভাষ সরকারের। এরপর বুধবার নির্বাচনী প্রচারে নেমে পড়েন প্রার্থী। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার নতুনগঞ্জে একটি কর্মিসভায় যোগ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব সহ প্রচুর কর্মী সমর্থকেরা। জানা গিয়েছে, এদিন কোমর বেঁধে দলের কাজে নেমে পড়ার আহ্বান দিয়ে কর্মীদের কোমরে গামছা বেঁধে দেন প্রার্থী নিজেই৷
[আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে লোকসভা ভোট পরিচালনার দায়িত্বে প্রতিবন্ধীরাও]
সভায় ছিলেন বিজেপির ইন্দপুর মণ্ডল ২-এর বিজেপি সভাপতি দিলীপ মাঝি। ২০১৪ সালে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। দলত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, “ বাম আমল দুর্নীতিতে ভরে গিয়েছিল, তাই রামের সমর্থনে এসেছি।” সেইসঙ্গে তিনি বলেন, বিপুল ভোটে জয় পাবেন সুভাষ সরকার। সভায় ছিলেন এককালের সিপিএমের দাপুটে নেতা বর্তমানে বিজেপি কর্মী গোপাল হেমব্রম। তাঁর কথায়, ‘সিপিএম শাসনকালের শেষ পাঁচ বছর মানুষের উপর ক্রমাগত অত্যাচার করেছে। তাই মানুষের স্বার্থে রামের দলে যোগ দিয়েছি৷’ প্রচার প্রসঙ্গে তাঁরা জানান, নির্বাচনের আগে বাঁকুড়া কেন্দ্রের বিভিন্ন এলাকায় কর্মিসভা করা হবে দলের তরফে। সেইসঙ্গে দলের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ বিকেল ৪ টায় দেওড়াগোড়ায় বিজেপির তরফে একটি সভা করা হবে। বিজেপির দাবি, সেই সভায় প্রায় ১০০০ তৃণমূল কর্মী দলবদল করবেন, নাম লেখাবেন গেরুয়া শিবিরে৷ নির্বাচনের মুখে সংগঠনের শক্তি বৃদ্ধির বার্তা পেয়ে খুশি কর্মী সমর্থকরা।