Advertisement
Advertisement

Breaking News

বিস্ফোরণ

পুকুর খোঁড়ার সময় বোমা বিস্ফোরণ, আহত ১ শ্রমিক

কারা বোমা মজুত করেছিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Blast in North 24 pargana's Bangaon area, investigation underway.
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 1, 2019 5:53 pm
  • Updated:June 1, 2019 5:53 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: পুকুর খননের কাজ চলাকালীন আচমকা বোমা বিস্ফোরণে আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরের সাতবেড়িয়া এলাকায়। বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। 

[আরও পড়ুন: সেচ দপ্তরের আধিকারিকদের গাড়ি ঘিরে বোমাবাজি, আশঙ্কাজনক ৩]

শনিবার সকালে বনগাঁর সাতবেড়িয়ায় সইফউদ্দিন গাজী নামে এক ব্যক্তির জমিতে পুকুর খননের কাজ চলছিল। ১০০ দিনের প্রকল্পের আওতাধীন প্রায় ১৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। জানা গিয়েছে, কাজ চলাকালীন আজানুর মণ্ডল নামে এক ব্যক্তির কোদালে শক্ত একটি বস্তু আটকায়। মুহূর্তে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যক্তির হাত, বুক ও মুখ। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি।      

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, আজানুরের ডান হাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাঁ হাতেও গভীর ক্ষত রয়েছে। ইতিমধ্যেই অস্ত্রোপচার করে ওই যুবকের শরীরে বিঁধে থাকা ধাতব পদার্থ বের করা হয়েছে। যদিও এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে অনুমান, বিস্ফোরণের তীব্রতায় বোমার ধাতব পদার্থটি ওই ব্যক্তির শরীরে ঢুকে গিয়েছিল। স্থানীয়দের দাবি, অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে ওই ব্যক্তিকে। 

Advertisement

[আরও পড়ুন: সবার উপরে ‘মানব ধর্ম’, পথ দেখাল রাজ্যের একাধিক কলেজ]

লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক। বনগাঁর বিভিন্ন এলাকা থেকেও বোমা উদ্ধার করেছিল পুলিশ। এদিনের বিস্ফোরণের পর সকলের প্রশ্ন, তবে কি ভোটের জন্যই মজুত করা হয়েছিল ওই বোমা? যদি তা না হয়ে থাকে, তবে কোথা থেকে ওই এলাকায় বোমা এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রসঙ্গত, এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত সইফউদ্দিনের পরিবার। বিজেপি নেতৃত্বের দাবি, লোকসভা নির্বাচনে সন্ত্রাস ছড়াতেই এই বোমা মজুত করেছিল তৃণমূল। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ