Advertisement
Advertisement

Breaking News

সিপিএম কর্মী খুন

সিপিএম নেতার দেহ উদ্ধার, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিযুক্তদের শাস্তির দাবিতে থানার বাইরে বিক্ষোভে সিপিএম কর্মীরা।

Body of a CPIM worker found in south 24 pargana's Patharpratima
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 17, 2019 10:43 am
  • Updated:April 17, 2019 12:09 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার:  সিপিএম নেতার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকা।  মঙ্গলবার রাতে জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন ওই সিপিএম নেতা। বুধবার সকালে এলাকার একটি খাল থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ। সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে তাঁকে। অভিযুক্তদের শাস্তির দাবিতে থানার বাইরে বিক্ষোভে সিপিএম কর্মী ও সমর্থকরা।

[আরও পড়ুন: আসানসোলের জনসভায় ফ্য়াশন-রূপচর্চার টিপস মুনমুন সেনের]

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা অজয়  মণ্ডল। সূত্রের খবর, সিপিএমের সক্রিয় কর্মী হিসেবেই এলাকায় পরিচিত ওই যুবক। লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোটে বামফ্রন্টের আহ্বায়ক তিনি। গত পঞ্চায়েত নির্বাচনে পাথরপ্রতিমায় সিপিএমের প্রার্থীও হয়েছিলেন। জানা গিয়েছে, লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় কর্মসূচি নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলেও প্রচারে বেরোন অজয়। রাতে বাড়ি ফেরেন তিনি। এরপর রাতে জাল নিয়ে মাছ ধরতে বেরোন৷ পরিবার সূত্রে খবর, রাতে আর বাড়ি ফেরেননি। পরে বুধবার সকালে বাড়ির পাশের একটি খাল থেকে উদ্ধার হয় অজয় মণ্ডলের দেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশের অনুমান, মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত জলে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। 

Advertisement

[আরও পড়ুন: চাহিদা অনুযায়ী মিলল না চপার, বাতিল বিবেক দুবের দার্জিলিং সফর]

মৃতের পরিবার ও স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে অজয় মণ্ডলকে। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে বুধবার সকাল থেকে পাথরপ্রতিমা থানার বাইরে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। তাঁদের অভিযোগ, শাসকদলের কর্মীরাই খুন করেছে অজয়কে। উল্লেখ্য,  গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও অজয়কে অপহরণ করা হয়েছিল। পরের দিন তাঁকে ছেড়েও দেয় দুষ্কৃতীরা। গোটা  বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। যদিও সিপিএমের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।    

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ