Advertisement
Advertisement
North 24 Parganas

‘পরীক্ষা ভালো হয়েছে’, বাবা-মাকে জানানোর পরই ‘আত্মঘাতী’ মাধ্যমিক পরীক্ষার্থী, চাঞ্চল্য গারুলিয়ায়

ছাদের ঘর থেকে উদ্ধার ছাত্রের দেহ।

Body of Madhyamik examinee was recovered from the house of North 24 Parganas

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:February 11, 2025 5:28 pm
  • Updated:February 11, 2025 5:40 pm  

অর্ণব দাস, বারাকপুর: আরও এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। ছাদের ঘর থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গারুলিয়ায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থীর নাম দ্বীপ সূত্রধর। সে ১৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগর বি-ব্লক এলাকার বাসিন্দা। সোমবার মাধ্যমিকের শুরুর দিন বাংলা পরীক্ষা দিয়ে এসে খোশমেজাজেই ছিল দ্বীপ। পরীক্ষা ভালোই হয়েছে বাবা-মাকে সেকথা জানায় সে। এরপরই মঙ্গলবার ইংরেজি পরীক্ষার শেষ প্রস্তুতি নিতে থাকে পরীক্ষার্থী। দ্বীপের বাবা ও মা ব্যক্তিগত কাজে বাড়ির গিয়েছিলেন। ঘরে একাই ছিল দ্বীপ। তাঁরা বাড়ি ফিরে দেখতে পান ছাদের সিড়ির ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে ছেলে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

কেন ওই ছাত্র আত্মহত্যা করল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আত্মহত্যা না কি, অন্য কোনও রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবার জানিয়েছে, পরীক্ষা নিয়ে দ্বীপ কিছুটা চিন্তায়  থাকলেও, তা অস্বাভাবিক ছিল না। পুলিশ দেহ ময়ানতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement