Advertisement
Advertisement

Breaking News

Gangarampur

পরপুরুষের সঙ্গে চলে গিয়েছিল স্ত্রী! ধানজমি থেকে মিলল স্বামীর দেহ

পুলিশ মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে।

Body of young man recovered in Gangarampur

ফাইল ছবি।

Published by: Suhrid Das
  • Posted:April 15, 2025 5:56 pm
  • Updated:April 15, 2025 5:56 pm  

রাজা দাস, বালুরঘাট: দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার নববর্ষের সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। এলাকারই একটি ধানখেত থেকে ওই মৃতদেহ উদ্ধার হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের শুকদেব লেবুতলা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম রোহিত রায়(৩২)।

জানা গিয়েছে, মৃত ওই যুবকের বাড়ি কুশমন্ডি থানার শিকারপুর এলাকায়। রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। আর বাড়ি ফিরে আসেননি। কোনও খোঁজও পাওয়া যাচ্ছিল না তাঁর। পরিবারের লোকজনও দুশ্চিন্তায় ছিলেন। আজ বাংলা নববর্ষের দিন ওই যুবকের মৃতদেহ দেখতে পাওয়া যায়। এলাকারই অদূরে একটি ধানের জমি থেকে রোহিত রায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই পুলিশে খবর দেন। গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। দেহে পচন ধরতে শুরু করেছে। অনুমান করা হচ্ছে, রবিবারই ওই ব্যক্তি মারা গিয়েছেন। ‘খুন’ নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, ওই যুবক বিবাহিত। তাঁর দুটি কন্যাও আছে। ভিন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। বছর দু’য়েক আগে ওই যুবকের স্ত্রী স্বামী-কন্যাদের ছেড়ে অন্য একজনের ঘর ছাড়ে বলে অভিযোগ। তারপর থেকেই ওই যুবক কাজকর্ম ছেড়ে গ্রামের বাড়ি ফিরে এসেছিলেন। তারপর থেকেই ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। সেভাবে কোনও কাজকর্মও করতেন না বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাংলার নতুন বছরের দিনেই এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement