Advertisement
Advertisement

মানসিক ভারসাম্যহীন বোনের সম্মান রক্ষার্থে খুন দাদা, পলাতক অভিযুক্ত

মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মালবাজার৷

Brother murdered  to protect his sister's honor
Published by: Tanujit Das
  • Posted:July 31, 2018 7:34 pm
  • Updated:July 31, 2018 7:34 pm

অরূপ বিশ্বাস, মালবাজার: বোন মানসিক ভারসাম্যহীন৷ সেই সুযোগে তাঁর শ্লীলতাহানি করে পাড়ারই এক যুবক৷ জানতে পারে দাদা৷ এরপরেই বোনের সম্মান বাঁচাতে খুন হতে হল তাঁকে৷ এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মালবাজার মহকুমার ডামডিম গ্রাম পঞ্চায়েতের নেতাজি মোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম হেমন্ত বিশ্বাস (৪০)। অভিযোগের তির এলাকারই বাসিন্দা সাজ্জাদ আলমের (৩৭) বিরুদ্ধে৷

[উত্তরপ্রদেশের বরেলিতে দুর্ঘটনা, মৃত্যু বাংলার ৬ শ্রমিকের]

Advertisement

মৃতের বড় বোন গীতা বড়ুয়া জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁদের মানসিক ভারসাম্যহীন বোনের বাড়িতে আসত সাজ্জাদ৷ নির্যাতিতা বাড়িতে একা থাকায়, সেই সুযোগে তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্ত। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় দাদা, মৃত হেমন্ত বিশ্বাসের কাছে অভিযোগ করেন বোন৷ সম্মান রক্ষার্থে সোমবার অভিযুক্তকে সতর্ক করতে যান হেমন্ত বিশ্বাস৷ অভিযোগ, কথা কাটাকাটির মাঝেই হেমন্তের উপরে চড়াও হয় সাজ্জাদ৷ রডের ঘায়ে গুরুতর জখম করে তাঁকে৷ ফাটিয়ে দেয় তাঁর মাথা৷ এরপর মঙ্গলবার বাড়ি থেকে উদ্ধার হয় হেমন্তের নিথর দেহ৷

Advertisement

[ফের ওঝার ঝাড়ফুঁকে মৃত্যু সাপে কামড় খাওয়া কিশোরীর]

পরিবারের অভিযোগ, গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরেন হেমন্ত৷ কোনও কথা না বলেই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন৷ মঙ্গলবার সকালে তাঁর ঘর থেকেই মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সাজ্জাদ। মাল থানার ওসি অনিন্দ্য ভট্টাচার্য জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তাঁর খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। জানা গিয়েছে, হেমন্ত বিশ্বাস ডামডিম চা-বাগানের শ্রমিক। স্ত্রী চম্পা বিশ্বাস এবং দুই ছেলে মেয়ে নিয়েই দীর্ঘদিন ধরেই ওই এলাকায় থাকতেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ