Advertisement
Advertisement
জওয়ান

আত্মঘাতী ভোটের ডিউটিতে থাকা জওয়ান, কারণ নিয়ে ধোঁয়াশা

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়েই আত্মহত্যা করেন তিনি৷

BSF jawan allegedly commits suicide in Bankura district.

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 8, 2019 8:20 pm
  • Updated:May 8, 2019 8:20 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক জওয়ান। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শশীভূষণ রায় প্রাথমিক বিদ্যালয়ে। মৃত জওয়ানের নাম বিক্রম লাহা। কী কারণে আত্মঘাতী হয়েছেন ওই  জওয়ান তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য অধ্যাপিকার, বহিষ্কারের দাবিতে ছাত্র বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে]

আগামী ১২ মে অর্থাৎ ষষ্ঠ দফায় বাঁকুড়া লোকসভা আসনে নির্বাচন। ইতিমধ্যেই, কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে ওই এলাকায়। ভুলুই শশীভূষণ রায় প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পে রাখা হয়েছে জওয়ানদের। ওই স্কুলেই ছিলেন আইআরবি-এর ৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান বিক্রম লাহা। জানা গিয়েছে, বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই ক্যাম্পে থাকা অন্য জওয়ানরা  গুলির শব্দ শুনতে পান। তাঁরা ছুটে গিয়ে দেখেন ওই স্কুলের একটি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিক্রম। দেহের পাশ থেকেই মিলেছে বিক্রমের সার্ভিস রিভলভার।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশি দুষ্কৃতী দিয়ে খুনের ছক কষছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ জ্যোতিপ্রিয়র]

তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান অন্যান্য জওয়ানরা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর,  ইতিমধ্যেই তাঁর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলি করে আত্মঘাতী হয়েছেন বিক্রম। কিন্তু এর পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট কোনও ধারণা পাননি তদন্তকারীরা। মৃত জওয়ানের পারিবারিক বা বন্ধু-বান্ধবের সঙ্গে কোনও সমস্যা ছিল কিনা, সে বিষয়ে জানতে ইতিমধ্যেই ওই ব্যাটেলিয়নের অন্যান্য জওয়ানদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই সঙ্গে মৃত জওয়ানের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়, বলেই জানিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। 

Advertisement

[আরও পড়ুন: বাংলার মন জয়ের পর বিহারে পাড়ি দিল নয়াবাজারের দই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ