Advertisement
Advertisement

ঝিটকার জঙ্গলে বড়সড় বাস দুর্ঘটনা, অন্তত ৬ জনের মৃত্যু

আহত অন্তত ৪৫৷

Bus turns turtle in Jhargram, 6 killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2018 3:57 pm
  • Updated:June 16, 2018 3:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে বড়সড় বাস দুর্ঘটনায় মৃত্যু হল ছয় যাত্রীর৷ দুর্ঘটনায় জখম অন্তত ৪৫ জন যাত্রী৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই মেদিনীপুর ও ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের৷

আজ, শনিবার দুপুরে লালগড় থেকে বেলাহাড়িগামী একটি বাস লালগড়ের ঝিটকা এলাকায় উলটে যায়৷ বাসে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, বাসটি লালগড়ের ঝিটকা এলাকার কাছাকাছি এসে হঠাৎ উলটে যায়৷ ঘটনায় জখম হন অন্তত ৪৫ জন যাত্রী৷ স্থানীয়রা বাসের যাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর ও ঝাড়গ্রাম হাসপাতালে ভরতি করেন৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশের তরফে মেদিনীপুর ও ঝাড়গ্রাম হাসপাতালে যোগাযোগ করা হয়৷ ফোন পেয়ে আহত যাত্রীদের চিকিৎসার সবরকম ব্যবস্থা আগেই করে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ আহতদের জন্য বিশেষ একটি ঘরেরও ব্যবস্থা করা হয়৷

Advertisement

[প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী, শোকের ছায়া রাজনৈতিক মহলে]

হাসপাতালে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের অন্যত্র স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে৷ মৃত ছয় বাস যাত্রীর পরিচয় জানার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, ইদের দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাসটি রিজার্ভ করা হয়৷ সকাল ১১টা নাগাদ লালগড় থেকে বাসটি ছাড়ে৷ বেলাহাড়িগামী লালগড়ের ঝিটকা এলাকায় উলটে যায়৷ তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা সম্ভব হয়নি৷ চালকের ভুল? নাকি একদা মাও অধ্যুষিত ঝিটকার জঙ্গল লাগোয়া এই এলাকায় নাশকতার ঘটানো হয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ