Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

কাজে বাধা দেওয়ার অভিযোগ, তলবি সভায় অপসারিত মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান

আপাতত দায়িত্ব সামলাবেন ভাইস চেয়ারম্যান।

Chairman of Murshidabad Municipality removed allegedly not allowing councilors to work | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 11, 2023 2:02 pm
  • Updated:July 11, 2023 2:13 pm

সাবিরুজ্জামান, লালবাগ: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ভোটগণনার মধ্যেই মুর্শিদাবাদ পৌরসভায় চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারণ করা হল। গত ১৪ জুন মুশিদাবাদ পৌরসভার (Murshidabad Municipality) ৯ জন কাউন্সিলর অনাস্থা ডাকেন। পৌর আইন অনুযায়ী, অনাস্থা প্রস্তাব আসার ১৫ দিনের মধ্যে চেয়ারম্যানকে কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকতে হতো। কিন্তু চেয়ারম্যান তা করেননি বলে অভিযোগ।

পরবর্তী সাতদিনে ভাইস চেয়ারম্যানও (Vice Chairman) বৈঠক ডাকেননি। তাই ২৮ দিনের মাথায় তলবি সভা ডাকা হয় মুর্শিদাবাদ পৌরসভায়। মঙ্গলবার ১০ জন কাউন্সিলরের উপস্থিতিতে তলবি সভার মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারণ করা হয়। বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জা।

Advertisement

[আরও পড়ুন: ভোটযুদ্ধে জয়ী অনুব্রতর বিরুদ্ধে মামলা করা শিবঠাকুরের স্ত্রী, আপ্লুত TMC প্রার্থী]

এদিনের তলবি সভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নবাব পরিবারের সদস্য ফাহিম মির্জা। তিনি জানান, পৌর আইন অনুযায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কোনও মিটিং না ডাকায় তলবি সভা হয়। ৪৫ এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই বৈঠক ডাকেন। এই মিটিংয়ে মোট ১০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে চেয়ারম্যানকে সরানো হল।

Advertisement

[আরও পড়ুন: ‘যত মত তত পথ’ নিয়ে বিদ্রুপ! এইচজি অমোঘ লীলা প্রভুজিকে নিষিদ্ধ করল ইসকন]

এনিয়ে মুর্শিদাবাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি ইন্দ্রজিৎ ধর বলেন, ”আমরা দলের বিরুদ্ধে নই, চেয়ারম্যানের বিরুদ্ধে। ১৪ মাস ধরে কোনও কাউন্সিলরকে কাজ করতে দেওয়া হয়নি। তাই আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে, সেই জন্য তাঁকে অপসারণ করা হল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ