Advertisement
Advertisement

Breaking News

নাবালক-নাবালিকার প্রেম

কিশোর-কিশোরীর প্রেম নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, অশান্তি মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ

পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।

Clashes between villagers and police in Bhatar's Hargram
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2020 8:09 pm
  • Updated:August 10, 2020 8:09 pm

ধীমান রায়, কাটোয়া: নাবালক-নাবালিকার প্রেমের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। ওই ঘটনায় পুলিশ অভিযুক্তদের সন্ধান চালাতে গিয়ে সোমবার তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতার থানার হাড়গ্রামে। পুলিশ-জনতা কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। গ্রামবাসীদের অভিযোগ অভিযুক্তদের ধরতে এসে পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করে। লাঠির ঘায়ে আহত হন তিন-চারজন গ্রামবাসী। উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তারপর অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে।

ঘটনার সূত্রপাত রবিবার। হাড়গ্রামের দুলেপাড়ার এক ১৭ বছরের কিশোরের সঙ্গে পাশের গ্রাম পাজাডাঙ্গার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান স্থানীয় বাসিন্দারা। হাড়গ্রামে তিনদিন ধরে মনসাপুজোর অনুষ্ঠান চলছিল। দুলেপাড়ায় ওই কিশোর রবিবার কিশোরীর বাড়ির কাছে যায়। অভিযোগ, তখন তাকে আটকে মারধর করে কিশোরীর বাড়ির লোকজন। তারপর হাড়গ্রাম থেকে ছেলেটির পরিবার ও আত্মীয়রা পালটা মেয়েটির পরিজনদের মারধর করে। কিশোরীর পরিবার থানায় অভিযোগ জানান।

Advertisement

[আরও পড়ুন: কবে থেকে শুরু রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ই-কাউন্সেলিং? জেনে নিন দিনক্ষণ]

সোমবার পুলিশের কাছে খবর যায় ওই ঘটনার জেরে ফের এলাকায় অশান্তি হচ্ছে। খবর পেয়ে পুলিশ হাড়গ্রামে যেতেই ব্যাপক উত্তেজনা শুরু হয়। হাড়গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মাঝি, বিধান মাঝিদের অভিযোগ, “দুই কিশোর-কিশোরীর পরিবারের মধ্যে ঝামেলার মধ্যে গ্রামের অন্যান্যরা কেউ জড়ায়নি। কিন্তু পুলিশ এসে নির্বিচারে লাঠিচার্জ করে। বাড়ি বাড়ি ঢুকে গালিগালাজ করেছে। মেয়েদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে।” তবে ভাতার থানার ওসি জানান, পুলিশ কারও উপর লাঠিচার্জ করেনি। কয়েকজন এলাকায় অশান্তি তৈরি করছিল। তারপরেই গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশের গাড়ি আটকে দুলেপাড়ার বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। তারপর ঘটনাস্থলে যায় আরও পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সরকারি কাজে বাধাদান ও পুলিশকর্মীদের হেনস্তার অভিযোগে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।

Advertisement

ছবি: জয়ন্ত দাস 

[আরও পড়ুন: ‘তৃণমূল সার্কাসের দল, মুখ্যমন্ত্রী জোকার’, ফের বেলাগাম বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ