Advertisement
Advertisement
Painting

অনন্য কীর্তি কলেজ ছাত্রীর, দুধের সরের উপর আঁকলেন ৮ স্বাধীনতা সংগ্রামীর ছবি

লিমকা বুখ অফ রেকর্ডে উঠল বালুরঘাটের ছাত্রীর নাম।

College student from Balurghat creates Limca Book of Record through painting | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 21, 2020 10:12 pm
  • Updated:November 21, 2020 10:12 pm

রাজা দাস, বালুরঘাট: এক অনন্য রেকর্ড গড়লেন বাংলার এক কলেজ পড়ুয়া। দুধের সরের উপর রঙ-তুলি দিয়ে ফুটিয়ে তুললেন আট-আটজন স্বাধীনতা সংগ্রামীর ছবি। আর তাঁর এই কীর্তিকে সম্মান জানিয়েছে লিমকা বুক অফ রেকর্ড (Limca Book of Record)।

বালুরঘাট (Balurghat)) শহরের বাসিন্দা ওই ছাত্রী। শুধুমাত্র মায়ের বকুনির কারণে এই বিশেষ সাফল্য অর্জন বলেই জানিয়েছেন প্রথম বর্ষের ছাত্রী জাহ্নবী বসাক। ছবি আঁকা নিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোই লক্ষ্য তার।

Advertisement

[আরও পড়ুন : পরকীয়ার পরিণতি! প্রেমিকার বাড়ির সামনে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী পিংলার যুবক]

পড়াশোনার পাশাপাশি ছেলেবেলা থেকে ছবি আঁকার (Painting) নেশা জাহ্নবীর। কিছুদিন আগে মায়ের দেওয়া দুধ খেতে ভুলে গিয়েছিল সে। এরপর কপালে জোটে মায়ের বকুনি। সেদিন মায়ের খেতে দেওয়া দুধের পাত্র হাতে নিয়ে একটি অভিনব ভাবনা মাথায় আসে তাঁর। যেমন ভাবনা, তেমনি কাজ। দুধের উপর থাকা সর একটি পাত্রে তুলে নেন তিনি। এরপর সেই সরের উপর নেতাজি, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-সহ একে-একে আটজন স্বাধীনতা সংগ্রামীর ছবি এঁকে ফেলেন তিনি। সেই ছবি পাঠিয়ে দেন লিমকা বুক অফ রেকর্ডে। এরপরই তিনি অনন্য এক রেকর্ড গড়ে ফেলেন। তাঁর নাম ওঠে লিমকা বুক অফ রেকর্ডে।

Advertisement

জাহ্নবী জানান, “লকডাউনে অনেক ছবি এঁকেছি। তবে কোনওদিন কোথাও কোনও বিশেষ স্থান অর্জন করতে পারেনি। আশাও করিনি। এর মধ্যে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে আঁকিবুকি নিয়ে অনেক আইডিয়া পাই। শেষে সরের উপর ৮ জন আন্দোলনকারীদের ছবি এঁকে তা পাঠিয়ে দিই।” রেকর্ড অর্জনকারী জান্নবী বসাক বলেন, “চেষ্টা করলে অনেকেই পারবে আমার মত। তবে ইচ্ছা থাকাটাও জরুরী।”

[আরও পড়ুন : মাটির নীচে তেলের ভাণ্ডার, কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণায় কর্মসংস্থানের আশায় বিভোর অশোকনগর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ