৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

Coromandel Express: দুর্ঘটনার পর ট্র্যাকে ফিরেই করমণ্ডল এক্সপ্রেসে এসি বিভ্রাট, সাঁতরাগাছিতে মেরামতি

Published by: Sayani Sen |    Posted: June 7, 2023 4:47 pm|    Updated: June 7, 2023 7:02 pm

Coromandel Express AC faces problem, repaired at Santragachi । Sangbad Pratidin

সুব্রত বিশ্বাস: ট্রেন দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে ফের ট্র্যাকে ফিরল শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। বুধবার দুপুরে নির্ধারিত সময়ের ছ’মিনিট দেরিতে শালিমার স্টেশন থেকে রওনা দেয় ট্রেনটি। তবে শালিমার স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরই এসি বিভ্রাট। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছনোর পর এসি সারানো হয়। তারপর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় আপ করমণ্ডল এক্সপ্রেস।

গত শুক্রবার সন্ধেয় আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৮৮ জন। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ ও মেরামতির পর বুধবার দুপুরে ফের গড়ল করমণ্ডল এক্সপ্রেসের চাকা। নির্ধারিত সময়ের ছ’মিনিট দেরিতে ছাড়ে ট্রেনটি। যাত্রাপথে ছুঁয়ে যাবে ওড়িশার বালেশ্বরের সেই ‘অভিশপ্ত’ বাহানাগা। এদিন দুপুরে বহু মানুষ ভিড় জমান স্টেশনে। সবচেয়ে বেশি ভিড় ছিল জেনারেল ওয়ার্ডে।

[আরও পড়ুন: Coromandel Express Accident: জলের দিকে তাকালেই মনে হচ্ছে রক্ত! মানসিক ‘ট্রমায়’ করমণ্ডলের বহু উদ্ধারকারী]

কেউ পাড়ি দিয়েছেন চিকিৎসা করাতে। আবার কেউ করমণ্ডল এক্সপ্রেস চড়ে যাচ্ছেন কর্মস্থলে। ট্রেনে বসে শুক্রবার সন্ধের ওই দুর্ঘটনা নিয়ে আলোচনা শুরু করেন যাত্রীরা। এত বড় দুর্ঘটনার পর প্রথমবার ট্র্যাকে ফেরা করমণ্ডল সফর, তাই আতঙ্কই যেন যাত্রীদের সঙ্গী। তা সত্ত্বেও যেতে হবেই, বলছেন যাত্রীদের অনেকেই। তা প্রিয়জনকে বিদায় জানিয়ে ঈশ্বর স্মরণ করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন যাত্রীরা।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ওভালে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পিচ খুঁড়ে দেওয়ার হুমকি! বাধ্য হয়ে কী সিদ্ধান্ত নিল ICC?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে