Advertisement
Advertisement
Bomb blast

দোকানে কৌটো বোমা! বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১৮ ফুট দূরে ছিটকে পড়লেন দম্পতি

কৌটো বোমাটি কোথা থেকে এল, তা নিয়ে তীব্র ধোঁয়াশা।

Couple injured in bomb blast inside shop in Narendrapur । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 16, 2023 10:17 am
  • Updated:October 16, 2023 10:45 am

দেবব্রত মণ্ডল, বারুইপুর: দোকানে ভয়াবহ বিস্ফোরণ। তীব্রতায় প্রায় ১৮ ফুট দূরে ছিটকে পড়লেন দম্পতি। সোনারপুরের গঙ্গা জয়ারায়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কৌটো বোমা বিস্ফোরণ হয়েছে বলেই জানা গিয়েছে। কৌটো বোমাটি কোথা থেকে এল, তা নিয়ে তীব্র ধোঁয়াশা।

অন্যান্য দিনের মতো সোমবার ভোররাতে পরোটার দোকান খুলতে যান সুজয় মণ্ডল এবং তাঁর স্ত্রী টুকটুকি। সেই সময় আচমকা বিস্ফোরণ। তীব্রতায় প্রায় ১৮ ফুট দূরে ছিটকে পড়েন দুজনে। বিস্ফোরণে শব্দে ঘুমঘোর কাটিয়ে কোনওক্রমে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। তাঁরাই খবর দেন নরেন্দ্রপুর থানায়।

Advertisement

[আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটির জের, পুজোর মুখে বাতিল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস]

খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুজনকে উদ্ধার করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কৌটো বোমা বিস্ফোরণ হয়েছে। কেউ বোমা ছুড়ল নাকি অন্য মজুত করা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

[আরও পড়ুন: গুজরাটে বাংলায় দুই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে ‘খুন’, কারণ নিয়ে ধোঁয়াশা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement