সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকা। বুধবার রাতের এই ঘটনায় গুরুতর আহত ১ মহিলা-সহ ২ জন। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকালে এলাকায় মিছিলের আয়োজন করে সমস্ত বিরোধী দলের কর্মীরা। এলাকায় মোতায়েন পুলিশ।
[আরও পড়ুন: আগামিকাল ১১৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ফণী, বাতিল শতাধিক ট্রেন]
সোমবার ভোট চলাকালীন দুর্গাপুরের একটি বুথে বসেছিলেন বিবেকানন্দ মল্লিক নামে এক সিপিআইএম এজেন্ট। অভিযোগ, সিপিআইএমের হয়ে বুথে বসেছেন, এই প্রশ্ন তুলে তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দেয়। এমনকী, হঠাৎই বুধবার সন্ধেয় ওই সিপিএম কর্মীর বাড়িতে চড়াও হন তৃণমূল কাউন্সিলর শশাঙ্কশেখর মণ্ডল ও তাঁর ভাই শিবু মণ্ডল। অভিযোগ, ওই সিপিএম নেতার বাড়িতে ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় ওই সিপিএম নেতা ও তাঁর পরিবারের সদস্যদের। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসতে থাকেন স্থানীয়রা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর গুণ্ডাবাহিনীর উপর চড়াও হন এলাকার বিরোধী দলের কর্মীরা। তৃণমূল বনাম বিরোধীদের সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে আনতে ঘটনাস্থলে যায় কোকওভেন থানার পুলিশ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নামানো হয় ব়্যাফ।
[আরও পড়ুন: ফের হামলার হুঁশিয়ারি, বাংলায় নয়া ‘আমির’ নিয়োগ আইএসের়]
পুলিশ ও ব়্যাফের বেশ কিছুক্ষণের চেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। তবে, বৃহস্পতিবার সকালে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল কাউন্সিলরের শাস্তির দাবিতে এলাকায় মিছিলের আয়োজন করা হয়। পুলিশ সূত্রে খবর, এখনও পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর সন্ধান করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় দাপিয়ে বেড়াতেন অভিযুক্ত কাউন্সিলর শশাঙ্কশেখর মণ্ডল। তাঁর আচরণের ফলেই তাঁর বিরুদ্ধে সকলের মধ্যে ক্ষোভ জমতে থাকে। সেই কারণে এদিন বিকেলে সিপিএম নেতাকে আক্রমণের ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে আক্রমণ হানে স্থানীয়রা।