১৮ অগ্রহায়ণ  ১৪৩০  রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

চার রাজ্যের রায়

মধ্যপ্রদেশ (২৩০/২৩০) এগিয়ে / জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) এগিয়ে / জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) এগিয়ে / জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) এগিয়ে / জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

বাড়িতে অশৌচ, ধুতি ও শাল গায়ে মিছিলে সিপিএম কর্মী

Published by: Soumya Mukherjee |    Posted: April 6, 2019 1:10 pm|    Updated: May 21, 2020 8:30 am

CPI(M) worker Manas banerjee joined lok sabha candidates rally.

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: হুড খোলা গাড়িতে চলেছেন সিপিএম প্রার্থী৷ সামনে ও পিছনে মানুষের মিছিল৷ মুখে স্লোগান, হাতে লাল ঝান্ডা৷ অনেকের মাথায় কাস্তে হাতুড়ি আঁকা লাল টুপি৷ তপ্ত রোদে এই মিছিলে বেমানান এক ব্যক্তি৷

[আরও পড়ুন-এখনও গ্রাহ্য হয়নি ইস্তফাপত্র, রানাঘাটের চিকিৎসক প্রার্থীকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি]

লাল পার্টির মিছিলে আলাদা করে নজর কাড়লেন ধুতি পরিহিত ও শাল গায়ে উসকো খুসকো চুলের এক ব্যক্তি৷ তিনিও হেঁটে চলেছেন মিছিলে৷ মুখে স্লোগান৷ সিপিএমের ওই পার্টি কর্মীর নাম মানস বন্দ্যোপাধ্যায়৷ কাকা মারা গিয়েছেন চারদিন আগে৷ বাড়িতে শোকের আবহের মধ্যেই চলছে অশৌচ পালন৷

তিনদিন ধরে ফল মিষ্টি খাওয়ার পর শুক্রবারই হবিষ্যান্ন খাওয়ার কথা৷ বাড়িতে অনেক কাজ৷ তবু তারই মাঝে মিছিলে হাঁটতে দেখা গেল বামপন্থী ওই কর্মীকে৷ সিপিএম কর্মী মানস বন্দ্যোপাধ্যায় কুলটির রাধানগর থেকে হাজির হয়েছিলেন আসানসোলের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে৷

[আরও পড়ুন-‘পাহাড় রক্ষায় বিজেপিকে হারান’, নির্বাচনী সভায় আহ্বান মমতার]

সংসার চালানোর জন্য টিউশনি করেন। আর বাকিটা সময় সারাবছর পার্টির জন্য কাজ করেন৷ স্থানীয় সিপিএম নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, গত পুরভোটে তিনি সিপিএমের প্রার্থীও হয়েছিলেন তবে হেরে যান৷ কাকা মারা যাওয়ার পর নিয়ম পালনের জন্য শরীর এখনও দুর্বল৷ তবু এই গরমে ঠিক মিছিলে হাজির হয়েছেন তিনি৷ মানসবাবুর কথায়, যে নীতি ও আদর্শ নিয়ে বামপন্থীরা কাজ করেন তাতে মানুষ আগে তারপর পরিবার৷ ভোটের বাজারে বিভিন্ন দলের নেতা-কর্মীরা যখন নোটের পিছনে দৌড়তে ব্যস্ত ! ক্ষমতা দখলের লড়াইতে নেমে একে-অপরের বিরুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে! তখন মানসবাবুর মতো মানুষরা নিঃস্বার্থ রাজনীতি কাকে বলে তার উদাহরণ তৈরি করছেন বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে