Advertisement
Advertisement

পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ কান্দির গোকর্ণ, ভাঙল একাধিক কালীপুজোর মণ্ডপ

ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে স্থানীয় প্রশাসন৷

Cyclone in Kandi
Published by: Kumaresh Halder
  • Posted:November 4, 2018 9:21 pm
  • Updated:November 4, 2018 9:21 pm  

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: পাঁচ-সাত মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ কান্দি গোকর্ণ এলাকা৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত কালীপুজোর আলোকস্তম্ভ৷ তোরণ ভেঙে পড়ার ঘটনায় দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে হয়ে পড়ে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক৷ রবিবার দুপুর তিনটে নাগাদ হঠাৎই ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়৷ ঝড় ও বৃষ্টির জেরে গোকর্ণ গ্রামের বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঝড়ের জেরে বড় ক্ষতির আশঙ্কায় পুজো উদ্যোক্তারাও৷ কোথায় ভেঙে পড়েছে মণ্ডপ, কোথায় বৃষ্টিতে ধুয়ে গিয়েছে মণ্ডপের রং৷ কালীপুজোর ঠিক দু’দিন আগে পাঁচ মিনিটের ঝড়ে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের৷

 

[পিকনিক থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, গড়বেতায় মৃত ১]

Advertisement

মুর্শিদাবাদের কান্দি মহকুমার গোকর্ণের পাশাপাশি ক্ষতির মুখে খড়গ্রাম ব্লক একাধিক পুজো কমিটি৷ রবিবার দুপুরে হঠাৎ বীরভূমে তারাপীঠের দিক থেকে প্রচণ্ড গতিতে একটি ঝড় আছড়ে পড়ে খরগ্রাম থানা এলাকায়৷ ঝড় বয়ে যায় গোকর্ণ গ্রামের উপর৷ এদিনের এই ঝড়ে ক্ষয়ক্ষতির প্রসঙ্গে বিডিও সৌরভ ধর জানিয়েছেন, পারুলিয়া গ্রামের একটা অংশের উপর দিয়ে এই বিধ্বংসী ঝড় আছড়ে পড়ে৷ ওই এলাকায় সরকারি কিছু প্রকল্পের কাজ চলছিল৷ ঝড়ে সরকারি প্রকল্পের বেশ কিছু সামগ্রী নষ্ট হয়েছে৷ এছাড়া এলাকার কিছু কালীপুজোর মণ্ডপেও ক্ষতি হয়েছে৷ বলেন, ‘‘আমরা গোটা বিষয়টি খোঁজখবর শুরু করেছি৷ ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে৷’’

[স্ত্রী-র প্রেমিককে খুন করে নদীর চরে পুঁতে দিল যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement