Advertisement
Advertisement

Breaking News

মোদির চুপ থাকাটা অভিনয়, বিস্ফোরক প্রকাশ রাজ

বিজেপিকে ‘আর্বান চোর’ বলে কটাক্ষ প্রকাশ রাজের৷

Dankuni: Prakash Raj attacks PM Modi over various issues
Published by: Kumaresh Halder
  • Posted:September 28, 2018 8:59 pm
  • Updated:September 28, 2018 8:59 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বাংলায় পা রেখেই মোদির বিরুদ্ধে সুর চড়ালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত দক্ষিণের অভিনেতা প্রকাশ রাজ৷ শুক্রবার ডানকুনিতে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ১৮তম রাজ্য সম্মেলনের যোগ দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানালেন দক্ষিণ ভারতেই জনপ্রিয় এই অভিনেতা৷

[টিফিনের খরচ বাঁচিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত রোশনীর পাশে পড়ুয়ারা]

এদিনের সম্মেলনে নাম না করে প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীর তুলনা টেনে নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে তীব্র আক্রমণ করেন প্রকাশ রাজ৷ তিনি বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী চুপ থাকতেন। সেটা তার স্বভাবজাত। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর চুপ থাকাটা হল পুরোটাই অভিনয়৷ আর এই চুপ থাকাটা দেশের পক্ষে ভয়াবহ৷’’ তাই দেশের নতুন প্রজন্মকে পরিবর্তনের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন অভিনেতা৷ প্রকাশ রাজ জানান, তিনি বামও নন, ডানও নন! তবে কতগুলি নীতির ক্ষেত্রে তিনি বামপন্থী। তাই তাঁর এদিনের এই সম্মেলনে আসা৷

Advertisement

[হিমালয়ের কালো ভালুকের পিত্ত পাচারচক্রের পর্দাফাঁস বনদপ্তরের]

Advertisement

এদিন প্রকাশ রাজ বলেন, ‘‘স্বাধীনতার পর থেকে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারা কম বেশি সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে। কিন্তু বর্তমান শাসকদল আরও মারাত্মক। তারা সংগঠিতভাবে বিভেদ সৃষ্টি করছে মানুষের মধ্যে। গোটা দেশজুড়ে এখন খুনের রাজনীতি চলছে৷ ধর্ম নিয়ে টানাটানি চলছে৷’’ বলেন, ‘‘দেশে গণতন্ত্র আছে, সংবিধান আছে! কিন্তু, প্রশ্ন করলে বলা হচ্ছে নকশাল, মাওবাদী৷ তাই আমাদের যদি আর্বান নকশাল বলা হয়, তবে তোমরা (বিজেপি) হলে আর্বান চোর৷’’ প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলেন, ‘‘রাফায়েল কালো টাকা, জিএসটি নিয়ে আপনাকে জবাব দিতে হবে। মানুষই আপনার কাছ থেকে জবাব চাইবে।’’

[নতুন সভাধিপতি নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল]

সম্প্রতি অমিত শাহ বলেছিলেন, ‘৫০ বছর এই সরকার ক্ষমতায় থাকবে’। অমিত শাহের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রকাশ রাজ কটাক্ষ করে বলেন, ‘‘আমরা কেউ ভিক্ষা করতে যাব না, আপনাদের আমাদের কাছে ভোট ভিক্ষা করতে আসতে হবে। ভোট ভিক্ষে করেছিলেন বলে মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। কিন্তু, মানুষের জন্য যাঁরা কাজ করেনি, সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে, তাঁদের মানুষ বিদায় দেবে৷ আগামী বছর মানুষই আপনাদের সরিয়ে দেবে৷ আর এই পরিবর্তন করবে দেশের যুবরা।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ