Advertisement
Advertisement

Breaking News

হিমালয়ের কালো ভালুকের পিত্ত পাচারচক্রের পর্দাফাঁস বনদপ্তরের

ধৃতদের জেরা শুরু পুলিশের৷

Officers of Belakoba forest range have seized three gallbladders of Asian black bear
Published by: Kumaresh Halder
  • Posted:September 28, 2018 4:34 pm
  • Updated:September 2, 2022 3:40 pm

শান্তনু কর, জলপাইগুড়ি: ফের বন্যপ্রাণ পাচারের আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস করল বনদপ্তর৷ কয়েক কোটি টাকার মূল্যের কালো ভালুকের পিত্ত-সহ ভুটানের দুই নাগরিককে আটক করে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর বন বিভাগ৷ পরে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন বেলাকোবা রেঞ্জের ফরেস্ট অফিসার সঞ্জয় দত্ত৷

[প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবতীর ভুয়ো MMS ভাইরাল করল যুবক]

বনদপ্তর সূত্রে খবর, ভুটান সীমান্ত সংলগ্ন জয়গাঁও এলাকায় অভিযান চালায় বন বিভাগের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্পেশ্যাল টাস্ক ফোর্সের একটি দল অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার মূল্যের কালো ভালুকের পিত্ত-সহ ভুটানের দুই নাগরিককে আটক করে৷ জানা গিয়েছে, ধৃতদের নাম টিটি নামগেইল ও লোলো। টিটি নামগেইলের বাড়ি ভুটানের মঙ্গর জেলায়। লোলো ভুটানের চুখা জেলার বাসিন্দা৷ এদিনের এই অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৩০০ গ্রাম ওজনের পিত্তথলি৷ বনদপ্তরের অনুমান, পিত্তদুটি থাইল্যান্ডে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের৷

Advertisement

[প্রকাশ্যে চায়ের দোকানে এক ব্যক্তিকে গলা কেটে খুন! আতঙ্ক জয়নগরে]

Advertisement

 

মূলত, ভুটানে এই কালো ভালুক পাওয়া যায়৷ কালো ভালুকের পিত্ত আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাজে লাগে৷ ভালুকের পিত্ত দিয়ে তৈরি আয়ুর্বেদিক ওষুধ ডেঙ্গু, হার্টের অসুখের জন্য থাইল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়৷ প্রতি গ্রাম পিত্তের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা৷ সঞ্জয় দত্ত জানান, উদ্ধার হওয়া কালো ভালুকের পিত্তের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা৷

[পুলিশ হেফাজতে রাতভর যুব মোর্চার সভাপতিকে নির্যাতনের অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ