Advertisement
Advertisement

Breaking News

Dev

নজরে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন, স্বপ্ন দেখাচ্ছেন দেব!

'৭০ বছরের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে', আশাবাদী ঘাটালের সাংসদ।

Dev assures to make Ghatal Master Plan to work out in his next term | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 12, 2024 10:33 am
  • Updated:February 12, 2024 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘাটালের দুবারের সাংসদ তিনি। সংসদে যতবার বক্তব্য রেখেছেন, ততবারই স্পষ্ট বাংলায় ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) বাস্তবায়নের কথা বলেছেন। ঘাটালের বন্যা রোধে এই প্রকল্প কতটা জরুরি, তা বারবার বুঝিয়েছেন তিনি। কিন্তু গত ১০ বছরেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কাজ তেমন এগোয়নি। এর নেপথ্যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রয়েছে। আর সেখানেই কার্যত চ্যালেঞ্জ নিচ্ছেন তারকা সাংসদ দেব (Dev)। তৃতীয়বার সাংসদ হলে ঘাটালবাসীর ৭০ বছরের স্বপ্নপূরণ করাই তাঁর মূল লক্ষ্য। কেন্দ্র সরকার না করলে রাজ্য সরকারই সেই কাজে এগোবে, মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে সেই ইঙ্গিত পেয়েছেন বলে জানালেন দেব।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে বাজেট অধিবেশনই ছিল দ্বিতীয় মোদি সরকারের শেষ অধিবেশন। সদ্য শেষ হওয়া অধিবেশনে যোগ দিয়ে এবারও দেব বাংলায় নিজের বক্তব্য রাখেন। বলেন, “সংসদে দাঁড়িয়ে প্রথমদিন যেমন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছিলাম, আজকে আমার শেষদিন পার্লামেন্টে, আজকেও আমি সেপ্রসঙ্গেই কথা বলব। সেই ১৯৫০ সাল থেকে ঘাটালের মানুষ ভুগছেন বন্যায়। তাঁদের অনেকদিনের কষ্ট। এটা তৃণমূল-বিজেপির সমস্যা নয়। এটা বাংলার মানুষের সমস্যা। বন্যার জেরে ঘাটালের মানুষের খুব দুর্ভোগ হয়। তাই আমি আপনার মাধ্যমেই প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাতে চাই সাংসদ হিসেবে আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবায়িত হয়। ঘাটালের প্রতিটা মানুষ যেন ভালো থাকে। যাঁরা আমাকে ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ। যাঁরা আমাকে ভোট দেননি তাঁদেরকেও ধন্যবাদ।”

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তান আছে পাকিস্তানেই! বেলুন নয়, ভোটে জিতে কন্ডোম উড়িয়ে উদযাপন]

তাঁর এই বক্তব্য থেকেই জল্পনা উসকে উঠেছিল, তবে কি আর ঘাটাল থেকে প্রার্থী হবেন না দেব? পরে সেই জল্পনার নিরসন ঘটেছে। শনিবার দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও ঘাটাল মাস্টার প্ল্যানের কথাই উঠে এসেছে। আর তা বাস্তবায়িত করাটাকেই এখন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন তারকা সাংসদ। ‘এর জন্য আমি সারাজীবন রাজনীতি করতে চাই’, তাঁর মুখে শোনা গেল এই কথাও।

[আরও পড়ুন: পুরনোতেই আস্থা, রাজ্যসভায় বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য]

রবিবার রাতে এক অনুষ্ঠানে দেব বললেন, ”আমি ভেবেছিলাম আর ভোটে দাঁড়াব না। দলের হয়ে পিছন থেকে শুধু প্রচার করব। কিন্তু অভিষেক, দিদি আমাকে এমন একটা প্রস্তাব দিলেন যে আমার মনে হল, এর জন্য সারাজীবন রাজনীতি করা যেতে পারে। ঘাটালবাসীর ৭০ বছরের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে রাজ্য সরকার, দিদির হাত ধরে। আশা করি, পরের টার্মে মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। কেন্দ্র যদি করে তো ভালো, নাহলে দেখা যাক। এটা মানুষের কাজ, করতেই হবে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, দেবের টার্গেট এখন শুধুই মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। 

দেখুন ভিডিও:

যদিও এ নিয়ে দেবকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ”ঘাটালের মানুষ তাঁকে ভোট দিয়ে কী দোষ করেছে? দু বার সাংসদ হয়েছেন, কেন এখনও ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারল না? কেন্দ্র তো নিজের টাকা দিয়েছিল। ৪০ শতাংশ টাকাও রাজ্য দিতে পারছে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement