Advertisement
Advertisement
Digha Fish

দিঘা মোহনায় উঠল কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ, উচ্ছ্বসিত মৎস্যজীবীরা

রুপোলি শস্যের পাশাপাশি এই মাছও কম মহার্ঘ নয়।

Digha fishermen got Telia bhola fish worth several lakhs | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 14, 2023 8:01 pm
  • Updated:July 14, 2023 8:54 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বর্ষা আসতেই ইলিশের খোঁজ শুরু হয়ে যায়। এর পাশাপাশি আরও এক মাছের বেশ কদর। যার নাম তেলিয়া ভোলা। শুক্রবার সকালে দিঘার মোহনায় উঠল কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ। তাতেই উচ্ছ্বসিত মৎস্যজীবীরা।

Digha-Fish-1

Advertisement

মৎস্যজীবী জানালেন ২০ হাজার টাকা থেকে এই মাছের দাম শুরু হয়। ওজন নির্বিশেষে তা আবার লক্ষ টাকাও ছাড়িয়ে যায়। কিন্তু কেন তেলিয়া ভোলার এত কদর? জানা গিয়েছে, এই মাছের পেটে প্রচুর পরিমাণে পটকা থাকে। সেই কারণেই অত্যন্ত মূল্যবান এই মাছ। ব্যবসায়ীরা বলেন, “এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয় তেলিয়া ভোলা।”

Advertisement

[আরও পড়ুন: গরু পাচার মামলা: অনুব্রতর দেহরক্ষী সায়গলের আরও সম্পত্তির হদিশ, মা-স্ত্রীর নামে জমির তথ্য পেল CBI]

এছাড়া গবেষণার কাজেও তেলিয়া ভোলা ব্যবহার করা হয়। তা আবার বিদেশে রপ্তানিও করা হয়। পূর্ব ভারতের সবথেকে বড় নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র দিঘার মোহনা। গত বছর এখানে মৎস্যজীবীদের (Fishermen) জালে ধরা পড়েছিল বিশালাকায় এক তেলিয়া ভোলা। মের জন্য ৫ কেজি বাদ দিয়ে মাছটির মোট ওজন দাঁড়ায় ৫০ কেজি।

এদিকে, এদিনই মরশুমে প্রথম ইলিশ উঠেছে দিঘায়। শুক্রবার প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ এসেছে দিঘার মোহনার বাজারে। জানা গিয়েছে, মাছগুলির সাইজ ও ওজন যথেষ্ট ভাল। ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের দাম এখন ৫০০ থেকে ৭০০ টাকা। ৭০০ থেকে এক কেজি ওজনের দাম ৮০০ থেকে ১০০০ টাকা।

[আরও পড়ুন: ভোজনরসিক বাঙালির জন্য সুখবর, মরশুমের প্রথম ইলিশ উঠল দিঘায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ