Advertisement
Advertisement

Breaking News

বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ, কাঠগড়ায় তৃণমূল

উত্তেজনা মোহনপুরায়৷

Dilip Ghosh allegedly hackled by TMC in Midnapur
Published by: Tanujit Das
  • Posted:May 12, 2019 2:18 pm
  • Updated:May 12, 2019 2:18 pm

অংশুপ্রতিম পাল, খড়গপুর: বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ তাঁর কনভয় ধরে বিক্ষোভ দেখাল একদল জনতা৷ অভিযোগে তির তৃণমূলের দিকে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল৷ রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে পালটা উত্তেজনা ছড়ানোর অভিযোগ করেছেন তারা৷

[ আরও পড়ুন: কেশপুরে বাজেয়াপ্ত ভারতী ঘোষের গাড়ি, প্রতিবাদে মন্দিরে অবস্থান বিক্ষোভ বিজেপি প্রার্থীর]

Advertisement

জানা গিয়েছে, এদিন দাঁতন বিধানসভার অন্তর্গত মোহনপুরা প্রাথমিক স্কুলের ভোটগ্রহণ কেন্দ্র থেকে ছাপ্পা ভোটের অভিযোগ পান দিলীপ ঘোষ৷ খবর পেয়ে সেখানে যান তিনি৷ অভিযোগ মেদিনীপুরের বিজেপি প্রার্থীর গাড়ি সেখানে পৌঁছালেই, তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে একদল উত্তেজিত জনতা৷ বিজেপির দাবি বিক্ষোভকারীরা সকলেই তৃণমূলের সমর্থক৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রামপুরা প্রাইমারি স্কুলের ২০২ ও ২০৩ নম্বর বুথে ছাপ্পা ভোট দিচ্ছিল তৃণমূল কর্মীরা৷ এজেন্টকে বুথে দেওয়া হচ্ছিল না৷ শাসানো হচ্ছিল৷ সেই খবর পেয়েই ঘটনাস্থলে যান দিলীপ ঘোষ৷ তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধরা৷ অন্যদিকে দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূলের পোলিং এজেন্টকে হেনস্তার পালটা অভিযোগ তুলেছে শাসকদল৷

Advertisement

[ আরও পড়ুন: ভারতীকে ঘিরে বিক্ষোভ ঠেকাতে চার রাউন্ড গুলি দেহরক্ষীর, গুরুতর জখম এক ]

এর আগে শনিবার পূর্ব মেদিনীপুরের এগরার কামারডিহায় বিক্ষোভ হয়েছিল দিলীপ ঘোষের গাড়ি ঘিরে। বিজেপির দাবি, এককর্মীর বাড়ি থেকে নিমন্ত্রণ সেরে ফিরছিলেন তিনি। সেই সময় গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। পালটা প্রতিবাদ করে বিজেপির কর্মী সমর্থকরা। দুপক্ষের ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ