Advertisement
Advertisement
অস্ত্রোপচার

শিশুর গলায় আটকে প্লাস্টিকের খেলনা, কঠিন অস্ত্রোপচারে বাঁচল প্রাণ

অস্ত্রোপচারের পর শিশুর অবস্থা স্থিতিশীল৷

Doctors operate, save 8-month-old baby at Suri Hospital
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 20, 2019 4:52 pm
  • Updated:June 20, 2019 4:52 pm

নন্দন দত্ত, সিউড়ি: বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল সিউড়ি হাসপাতাল। অস্ত্রোপচারের মাধ্যমে ৮ মাসের এক শিশুর গলায় আটকে থাকা খেলনা বের করলেন চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, আপাতত বিপন্মুক্ত শিশুটি। স্বস্তিতে শিশুর পরিবার।

[আরও পড়ুনপথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার তেহট্টে, মৃতদেহ নিয়ে পথ অবরোধ স্থানীয়দের]

ঝাড়খণ্ডের দুমকা জেলার বেলুপতি জামা গ্রামের বাসিন্দা ৮ মাসের শুভ মুর্মু। খেলতে খেলতে হঠাৎই একটি প্লাস্টিকের খেলনা কচ্ছপ গলায় আটকে যায় ওই শিশুটির। তড়িঘড়ি শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে সিউড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিশুটিকে পরীক্ষা করার পর সিউড়ি হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা: অর্ণব দত্ত জানান, শিশুটির গলায় এমনভাবে খেলনাটি আটকে রয়েছে তা বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই ওই হাসপাতালে। সেই কারণে, শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। তবে ততক্ষণে অবস্থার অনেকখানি অবনতি হয়েছে শুভর। শুরু হয়েছে শ্বাসকষ্ট, সেইসঙ্গে ক্রমাগত রক্তক্ষরণও হচ্ছিল। এরপর শিশুটির বাবা সিউড়ি হাসপাতালের চিকিৎসকদের কাছে আবেদন করেন সেখানেই অস্ত্রোপচারের ব্যবস্থা করতে৷

Advertisement

[আরও পড়ুনবিরোধ ভুলে মমতার পাশে থেকে কাজ করতে চান কামদুনির প্রতিবাদী শিক্ষক]

শিশুর পরিবারের কথায় অস্ত্রোপচারে রাজি হন চিকিৎসক অর্ণব দত্ত। তিনি কথা বলেন বীরভূমের বিখ্যাত শিশু বিশেষজ্ঞদের সঙ্গে। পাশাপাশি, কলকাতার একাধিক চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করেন তিনি। এরপর বুধবার সিউড়ি হাসপাতালেই ব্যবস্থা করা হয় অস্ত্রোপচারের। জটিল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির গলা থেকে বের করে আনা হয় আটকে থাকা খেলনাটি।

Advertisement

তবে অস্ত্রোপচারের পর শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে ফের শিশুটির এক্স-রে করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা জানান, বিপন্মুক্তই আছে ৮ মাসের শুভ। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে সে। চিকিৎসকদের এই ভূমিকায় খুশি শিশুটির পরিবার। সেইসঙ্গে সিউড়ি হাসপাতালও জটিল এক অস্ত্রোপচারের সাক্ষী রইল৷

ছবি: শান্তনু দাস৷

[আরও পড়ুনজয়েন্টে চমক দুর্গাপুরের, মেধাতালিকায় একই জেলার ৩ পড়ুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ