Advertisement
Advertisement
Doctors Summit 2024

অভিষেকের উদ্যোগে শুরু ‘ডক্টরস সামিট’, ডায়মন্ড হারবারে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা

কেন এই উদ্যোগ?

Doctors summit 2024 will start from today
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 30, 2024 9:46 am
  • Updated:November 30, 2024 12:14 pm  

স্টাফ রিপোর্টার: জটিল অসুখের জন‌্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, সঙ্গে বিনামূল্যে স্বাস্থ‌্য পরিষেবা। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের জন‌্য একমাসব‌্যাপী বিনামূল্যে আধুনিকতম চিকিৎসা পরিষেবার সূচনা করছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। আজ, শনিবার আমতলায় একটি অনুষ্ঠানের মধ‌্য দিয়ে যার ঘোষণা করবেন তিনি। যার পোশাকি নাম ‘ডক্টরস সামিট ২০২৪’।

এই কর্মসূচিটি হবে সমন্বয় অডিটোরিয়ামে। সভার প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। মূলত আর জি কর হাসপাতালের ঘটনার প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির ভাবনা সামনে এনেছেন সাংসদ। যেখানে প্রথম দিনই রাজ্যের বিভিন্ন প্রান্তের মডার্ন মেডিসিন, আয়ুষ মিলিয়ে এক হাজারেরও বেশি ডাক্তারের সঙ্গে মুখোমুখি কথা বলতে চান তিনি। একমাসব‌্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসাবে এক হাজারের বেশি এই ডাক্তাররাই থাকবেন। পরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রেই পর্যায়ক্রমে এই শিবির বসবে।

Advertisement

প্রতি বছর এই সময়ে এমপি কাপের আয়োজন করেন অভিষেক। কিন্তু এবারের আবহ আলাদা। ফলে সেই এমপি কাপ স্থগিত রেখে এবার এত বড় মাপের এই স্বাস্থ‌্য পরিষেবার আয়োজন। এটি রোগীদের সঙ্গে মূলত ডাক্তারদের সমন্বয় সভা। স্বাভাবিকভাবেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের নানা বিষয়ে এই সমন্বয় সভা থেকে কথা বলবেন অভিষেক। প্রতিদিন ১০০টি করে শিবির হবে এই লোকসভা কেন্দ্রে। চলবে টানা একমাস। প্রতিটি বিধানসভা কেন্দ্রে যে শিবির হবে তা চলবে ১০ দিন। অন্তত ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement