চন্দ্রশেখর চট্টোপাধ্যায়: অশান্তির আগুনে ধিকিধিকি জ্বলেছে আসানসোল। রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে যে হিংসার সূত্রপাত, তা যেন লহমায় বদলে দিয়েছে শিল্পশহরকে। অঞ্চলের বহু পুরনো বাসিন্দারাও বুঝে উঠতে পারছেন না, কোথা থেকে এল এত বিদ্বেষ? কী করে ছড়াল এত হিংসা? আর সেই বাতাবরণেই শান্তির সওয়াল করলেন প্রবীণ এক ইমাম। যিনি এই দাঙ্গাতেই নিজের সন্তানকে হারিয়েছেন। পুত্রহারা ইমামের তবু আরজি, ‘দাঙ্গা বাধানো থেকে বিরত থাকুন।’
[ সাম্প্রদায়িক সম্প্রীতিতে জোর, স্কুলপাঠ্যে এবার বিবেকানন্দের শিকাগো বক্তৃতা ]
আসানসোলের রেলপার এলাকার একটি মসজিদের ইমাম ইবাব-উদ-দুল্লা সাহেব। তাঁর ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। মঙ্গলবার রাতে যখন অশান্তি ছড়ায়, তখন থেকেই এই কিশোর নিখোঁজ ছিল। তার বিস্তর খোঁজ করা হয়। কিন্তু কোথাও দেখা মেলেনি। খারাপ কিছুর আশঙ্কাই করা হচ্ছিল। শেষমেশ তা সত্যি প্রমাণিত হয়। বুধবার রাতে ওই কিশোরের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। গলা কেটে কেউ বা কারা তাকে এলাকায় ফেলে রেখে গিয়েছিল।
দাঙ্গায় পুত্রকে হারিয়েছেন। কিন্তু এর বদলা চান না ইমাম। ইসলাম তাঁকে শিখিয়েছে শান্তির পাঠ। তা থেকে বিচ্যুত হতে পারেন না তিনি। ছেলের শেষকৃত্যের জন্য ইদগাহে জনাজা নমাজের আয়োজন করা হয়। সেখানে বহু মানুষ শামিল হন। ধর্মীয় ভেদাভেদ মুছে ফেলেই পুত্রহারা পিতার পাশে এসে দাঁড়ান বহু মানুষ। গোলমালের আশঙ্কায় সতর্ক ছিল প্রশাসন। কিন্তু কোনওরকম অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। পরে আসানসোল উত্তর থানায় আসেন ইমাম সাহেব। জানান, তাঁর ছেলের যা হওয়ার হয়েছে। কিন্তু সেই মৃত্যুকে কেন্দ্র করে আবার যেন নতুন করে দাঙ্গার আগুন না ছড়িয়ে পড়ে। ইমাম সাহেব বলেন, দাঙ্গায় কারও ভাল হয় না। সকলের কাছে তাই তাঁর কাতর আরজি, দয়া করে দাঙ্গা বাধাবেন না। সমস্ত প্ররোচনা থেকে দূরে থাকুন।
[ রাজ্য জুড়ে অশান্তি বন্ধে গীতা, কোরান বিলি করবে ছাত্র পরিষদ ]
গতকালই এলাকায় ঢোকার চেষ্টা করেন সাংসদ বাবুল সুপ্রিয়। পুলিশ তাঁকে বাধা দেয়। তা নিয়ে পুলিশের সঙ্গেই ধস্তাধস্তি হয় বাবুলের। আইপিএস হেনস্তার অভিযোগ ওঠে বাবুলের বিরুদ্ধে। ইমাম সাহেব জানান, সাংসদ যদি দু’পক্ষের হয়েই কথা বলতেন তাহলে হয়তো মীমাংসা আরও সহজে হত। এলাকায় আগের মতো শান্তি ফিরে আসুক, পুত্রহারা ইমামের এটাই এখন একমাত্র কামনা। তাঁর আরজির মর্যাদা রেখেছেন স্থানীয় মানুষরাও। ‘বদলা’ নিতে নতুন করে কোথাও কোনও অশান্তির পরিবেশ তৈরি হয়নি। যে কোনও ধর্মই শান্তির কথা বলে। বলে সহাবস্থানের কথা। রাজনীতির কেউটে সাপই শুধু সেই সম্প্রীতিতে ছোবল বসায়। ছড়িয়ে দেয় বিষ। আজ বিধ্বস্ত আসানসোলে পুত্রহারা ইমাম সাহেবের এই শান্তিবার্তা যেন শান্তিজলের মতোই তাই ধুয়ে দিচ্ছে যাবতীয় বিদ্বেষ।