Advertisement
Advertisement

Breaking News

Mal Bazar

চায়ের দোকানের আড়ালে নেশার সামগ্রী বিক্রি! পুলিশি অভিযানে পর্দাফাঁস

ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Drugs allegedly sold in tea shop at Mal Bazar
Published by: Subhankar Patra
  • Posted:August 11, 2024 4:28 pm
  • Updated:August 11, 2024 4:45 pm

অরূপ বসাক, মালবাজার: চায়ের দোকানের আড়ালে বিক্রি হচ্ছিল নেশার সামগ্রী। সেই খবর ছিল পুলিশের কাছে। বেশ কিছুদিন মালবাজার শহরের সেই দোকানের উপর নজর রাখার পর মালিককে বিপুল পরিমাণে নেশার সামগ্রী-সহ গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দোকান মালিকের নাম অদেশ রাউত। তিনি চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই এই নেশার কারবারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ ছিল পুলিশের। তাঁকে হাতেনাতে ধরতে বেশ কিছুদিন ধরে সাদা পোশাকের পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখছিল। মালবাজার শহরের ঘড়িমোড় এলাকায় তাঁর চায়ের দোকানেই মজুদ করা ছিল  স্টেরয়েড জাতীয় ট্যাবলেট এবং কাফসিরাপ।

Advertisement

[আরও পড়ুন: সম্প্রীতির নজির! ৬৩ কিমি হেঁটে ২৬ বছর ধরে শিবের মাথায় জল ঢালতে আসেন শেখ ফরজান]

শনিবার রাতে সেই দোকানে আইসি সমীর তামাংয়ের নেতৃত্বে অভিযান চালায় মালবাজার থানার পুলিশ। মালবাজার ব্লক উন্নয়ন অধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় ওষুধগুলো। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া ওষুধের মধ্যে “স্টেরয়েড” জাতীয় মারাত্মক ক্ষতিকর ওষুধ পাওয়া গিয়েছে।

Advertisement

ধৃত অদেশ রাউতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য আদায়ের জন্য আদালতে রিমান্ডের আবেদন করবে মালবাজার থানার পুলিশ। প্রসঙ্গত, এর আগেও ধৃত ব্যক্তিকে দু-বার গ্রেপ্তার করেছিল পুলিশ। মালবাজার থানার আই সি সমীর তামাং জানিয়েছে, এই ধরনের অভিযান চলতে থাকবে।

[আরও পড়ুন: তরুণী চিকিৎসকের মৃত্যু থেকে শিক্ষা, বাড়ল আর জি কর হাসপাতালের নিরাপত্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ