Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Weather

Durga Puja Weather: বৃষ্টিতে ভিজবে মহালয়া? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মিলবে রেহাই?

Durga Puja Weather: No rainfall likely to occur during Mahalaya । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 11, 2023 12:53 pm
  • Updated:October 11, 2023 1:51 pm

নিরুফা খাতুন: পুজোর মুখে দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর। বৃষ্টির সম্ভাবনা যেমন নেই, তেমনই আবার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। তার ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পুজোর শপিংয়ে বেরিয়ে তীব্র গরমে আর উৎসবমুখর জনতাকে কষ্ট পেতে হবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও দু-একদিন বেশি থাকবে। তবে বৃহস্পতিবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে। সপ্তাহান্তে মহালয়া। সেই সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়াবিদদের। আর তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। দক্ষিণা বাতাসের জায়গায় পূবের ও উত্তরের বাতাস প্রভাব বিস্তার করবে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টির মতোই ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণও।

Advertisement

[আরও পড়ুন: জমি বিবাদে ঝরল প্রাণ, সিভিক ভলান্টিয়ার দাদার গুলিতে মৃত্যু ভাইয়ের]

এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত। যা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। একটি পশ্চিমি ঝঞ্ঝা শুক্রবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। বর্ষা বিদায় রেখা রক্সৌল, ডালটনগঞ্জ, বিজাপুরের উপর দিয়ে গিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কর্নাটকের আরও কিছু অংশ থেকে আগামী ২৪ ঘন্টায় বর্ষা বিদায় নেবে। আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। তেলেঙ্গানা, মহারাষ্ট্র থেকে আগামী দুদিনের মধ্যে পুরোপুরি বর্ষা বিদায় নেবে।

Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: বাউন্ডারির দড়ি সরিয়ে ক্যাচ ধরছে পাকিস্তান! ম্যাচের ভাইরাল ছবি ঘিরে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ