Advertisement
Advertisement

কাঁথিতে আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, গাড়ি ভাঙচুর

সংঘর্ষে আহত ৫৷

East Midnapore : BJP state President Dilip ghosh attacked in Contai
Published by: Sayani Sen
  • Posted:September 17, 2018 1:01 pm
  • Updated:September 17, 2018 1:01 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: কর্মী প্রশিক্ষণ শিবিরে গিয়ে হামলার শিকার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ উত্তেজিত জনতা তাঁর গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশ আধিকারিকরা৷ সাংবাদিকদেরও ছবি তুলতে বাধা দেওয়া হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকা৷ সংঘর্ষে আহত ৫৷

[বন্ধ কারখানা, শিল্পনগরী দুর্গাপুরে ফিকে বিশ্বকর্মা পুজোর জৌলুস]

সোমবার সকালে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির কর্মী প্রশিক্ষণ শিবির ছিল৷  প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার  এসেছিলেন দলের কর্মী-সমর্থকরা৷ সাতমাইল থেকে বেরোয় বিজেপির বাইক  মিছিল৷ নিজের গাড়িতেই কলকাতা থেকে সাতমাইল পর্যন্ত যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সাতমাইল থেকে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় বাইকে যান তিনি৷ কিন্তু ততক্ষণে ওই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে৷ অভিযোগ, বিজেপি বিক্ষুব্ধ বেশ কয়েকজন কর্মী ওই এলাকায়  দলের রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেয়৷  কুশপুতুলও দাহ করেন তাঁরা৷ বাইক মিছিল করে আসা বিজেপি কর্মীরা ওই বিক্ষোভকারীদের নিরস্ত করতে এগিয়ে যায়৷ কিন্তু, তাতে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে৷ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ 

Advertisement

[বৃদ্ধা মাকে খোলা বারান্দায় ফেলে বেড়াতে গেল ছেলে-বউমা]

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী৷ বিজেপি কর্মীরা পুলিশের উপর হামলা চালায়৷ চলে ব্যাপক ভাঙচুর৷ এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও৷ ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়৷ বিজেপি কর্মীদের ভূমিকায় ক্ষুদ্ধ হন স্থানীয় ব্যবসায়ীরা৷ পুলিশ ও সাংবাদিকদের বাঁচাতে এগিয়ে আসেন তাঁরাও৷ কিন্তু বিজেপি কর্মীরা তাঁদের উপরেও হামলা চালায় বলে অভিযোগ৷ ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে পালটা  ভাঙচুর করেন স্থানীয় ব্যবসায়ীরা৷  উত্তেজনা আরও বাড়ে৷  ঘটনাস্থলে যান পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, মহকুমা পুলিশ আধিকারিক-সহ বিশাল পুলিশবাহিনী৷  পরিস্থিতি স্বাভাবিক হয়৷ সংঘর্ষে আহত পাঁচজনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷  

Advertisement

[মর্গে উপচে পড়ছে বেওয়ারিশ লাশ, কাঠগড়ায় চুঁচুড়ার হাসপাতাল]

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বেই তাঁর উপর পরিকল্পনামাফিক হামলা চালানো হয়েছে৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ৷ তাঁর পালটা দাবি, বিজেপির দু’পক্ষের বিবাদকে ধামাচাপা দিতেই এমন অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ