Advertisement
Advertisement
বিশেষ পর্যবেক্ষক

নিরাপত্তায় বাড়তি নজর, রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন থেকেই দায়িত্ব নিতে পারেন অজয় ভি নায়েক। 

EC appoints special observer for West Bengal ahead of second phase

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:April 17, 2019 11:16 am
  • Updated:April 17, 2019 12:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন৷  ১৯৮৪ ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার অজয় ভি নায়েক পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হলেন। মঙ্গলবার নির্বাচন কমিশন এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই অফিসার আগে বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক হিসাবে কাজ করেছেন।

[ আরও পড়ুন: বিজেপির হয়ে প্রচার! জলপাইগুড়ি থেকে সরানো হল বিএসএফ জওয়ানদের]

মার্চের প্রথম সপ্তাহেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়৷ ওই দিন মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেছিলেন সপ্তদশ লোকসভা নির্বাচন নিয়ে সতর্ক কমিশন৷ তাই প্রতিটি কেন্দ্রেই পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষকও এর আগে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এবার আরও একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। বাংলার বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। প্রথম দফার নির্বাচনের আগে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। গত ১১ এপ্রিল আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রথম দফার নির্বাচন হয়েছে৷ তবে সেদিন সকালে কোচবিহারে ছিলেন না তিনি। তারপর যদিও ভোটাভুটির আগে রাজ্যে একাধিক জায়গায় গিয়ে বৈঠক করেন বিবেক দুবে৷ মঙ্গলবার রায়গঞ্জে গিয়েছিলেন তিনি৷ এবার তাঁর সঙ্গেই অজয় ভি নায়েক নামে আরও এক বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত হলেন।

Advertisement

[ আরও পড়ুন: চাহিদা অনুযায়ী মিলল না চপার, বাতিল বিবেক দুবের দার্জিলিং সফর]

এর আগের নির্বাচনগুলিতে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক ছিল। কিন্তু একই সঙ্গে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক এই প্রথম। তাই এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রসঙ্গত, ২০১৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনেও কমিশন একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জে ভোটাভুটি৷ ওইদিন থেকেই দায়িত্বভার গ্রহণ করতে পারেন অজয় ভি নায়েক। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ