Advertisement
Advertisement

Breaking News

ভুয়ো চিত্র পরিচালক

সিনেমায় সুযোগ দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ‘ভুয়ো’ পরিচালক

ঘটনার প্রেক্ষিতে চুঁচুড়া থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়।

Fake profile named director Raj Chakraborty arrested after loot money
Published by: Sandipta Bhanja
  • Posted:March 14, 2020 8:29 pm
  • Updated:March 14, 2020 8:55 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেওয়ার নামে ৫৫ হাজার টাকা প্রতারণা করার অভিযোগে ভুয়ো চিত্র প্রযোজক রাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। শুক্রবার পুলিশ ওই প্রতারক সুভাষ দাসকে বর্ধমান জেলার মেমারী থেকে গ্রেপ্তার করে। অভিনব কায়দায় এই প্রতারণার ঘটনায় রীতিমতো চোখ কপালে উঠেছিল পুলিশের। ৫ মার্চ চাঞ্চল্যকর এই প্রতারণার ঘটনাটি ঘটেছিল চুঁচুড়ার বুকে।

পুলিশ সূত্রে জানা যায় প্রতারিত অর্পিতা দাস মধ্যমগ্রাম থানার দোলতলা এলাকার বাসিন্দা। অর্পিতা দেবীর এক কিশোরী কন্যাও আছে। কয়েক মাস আগে অর্পিতা দেবীর সাথে ফেসবুকে পরিচয় হয় সুভাষ দাস নামে এক যুবকের সঙ্গে। প্রতারক যুবক নিজেকে চিত্র প্রযোজক রাজ চক্রবর্তী বলে পরিচয় দেয়। কিছুদিন ফেসবুকে চ্যাট করার পর প্রতারক ওই গৃহবধূর কিশোরী কন্যাকে সিনেমা অভিনয় করার সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেয়। সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেওয়ার পরিবর্তে ৫৫ হাজার টাকা দিতে হবে। অর্পিতা দেবী প্রতারক যুবকের কথা সহজেই বিশ্বাস করেন। হাতের কাছে এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান নি ওই গৃহবধূ। তিনি কোথায়, কখন, কীভাবে টাকাটা দিতে হবে তা জানতে চান যুবকের কাছে। যুবক চুঁচুড়া পুলিশ লাইনের উলটোদিকে কোর্টের কাছে এক পুলিশে কর্মরত এক ব্যক্তির হাতে টাকা দিতে বলে। এরপর পুলিশের নাম ভাঙিয়ে সুভাষ দাস নিজেই পুলিশ সেজে গত ৫ মার্চ অর্পিতা দেবীর কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। 

Advertisement

[আরও পড়ুন: ভোটার তালিকায় বদলে গেল কাউন্সিলর ও তাঁর স্ত্রীর নাম! প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা ]

Advertisement

ঘটনার প্রেক্ষিতে গৃহবধূ চুঁচুড়া থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ তদন্তে নেমে সুভাষ দাস নামে ওই প্রতারককে গ্রেপ্তার করে। এই বিষয়ে চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ডঃ হুমায়ুন কবীর জানান ধৃত ওই যুবকের কাছ থেকে নগদ ২০ হাজার ৫০০ টাকা-সহ দু’টি স্মার্ট ফোন ও অনেকগুলি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। অন্যদিকে প্রতারিত ওই গৃহবধূ অর্পিতা দাস পুলিশের এই কাজে রীতিমতো খুশি।

[আরও পড়ুন: ভোটার তালিকায় বদলে গেল কাউন্সিলর ও তাঁর স্ত্রীর নাম! প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ