Advertisement
Advertisement

কাকভোরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আগুন, মৃত এক রোগী

আগুনের জেরেই মৃত্যুর অভিযোগ রোগীর পরিবারের, অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের৷

Fire in North Bengal Medical College and Hospital, one died
Published by: Tanujit Das
  • Posted:September 27, 2019 8:58 am
  • Updated:September 27, 2019 9:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আগ্নিকাণ্ড৷ ঘটনায় মৃত এক রোগী৷ সূত্রের খবর, শুক্রবার ভোরের দিকে হাসপাতালের সিসিইউ বিভাগে আগুন লাগে৷ আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় রোগীদের মধ্যে৷ এবং ওই সময়ই মৃত্যু হয় ফতেমা খাতুন নামের ওই রোগীর৷ যদিও রোগীর পরিবারের অভিযোগ আগুন লেগে মৃত্যু হয়েছে৷ কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল৷ চলছে উদ্ধারকার্য৷

[ আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ রোগীকে মার, মৃত্যু যুবকের ]

Advertisement

জানা গিয়েছে, আগুন লাগার মুহূর্তে ওই ওয়ার্ডে ভরতি ছিলেন ১০ জন রোগী৷ আগুন লাগান আঁচ পেতেই, প্রাণ বাঁচাতে তাঁদের অনেকে নিজে নিজেই বেড থেকে ওঠার চেষ্টা করেন৷ তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষও৷ সঙ্গে সঙ্গে রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়৷ এবং এই হুড়োহুড়ির সময়ই মৃত্যু হয় ফতেমা খাতুন নামের ওই রোগীর৷ তাঁর বাড়ি ইসলামপুরে৷ রোগীর পরিজনের অভিযোগ, আগুনের জেরেই মৃত্যু হয়েছে তাঁর৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাঁদের পালটা দাবি, আতঙ্কের জেরে মৃত্যু হয়েছে ফতেমা খাতুনের৷ কারণ তাঁর আগে আগুনে লাগার কোনও চিহ্ন নেই৷ একাংশের অনুমান, ওয়ার্ড থেকে অন্যত্র স্থানান্তরিত করার সময়, অক্সিজেন মাস্ক খুলে যায় ফতেমা খাতুনের৷ শ্বাসকষ্টজমিত সমস্যা নিয়েই তিনি ভরতি হয়েছিলেন, ফলে অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে তাঁর৷

Advertisement

[ আরও পড়ুন: অনিল বসুর স্মরণসভায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা, সার্কুলার জারি সিপিএমের ]

হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল৷ দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা৷ তাঁদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের অন্য ওয়ার্ডের রোগী ও তাদের পরিজনদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক৷ যদিও সকলকে আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ ঘটনাস্থলে যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মতো  হাসপাতালে উন্নত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা সত্ত্বেও, কেন এই ধরনের অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, সরকার মৃতার পরিবারের পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী৷

[ আরও পড়ুন: ক্লাব কমিটির অন্তর্দ্বন্দ্বে চুরি গেল অসমাপ্ত দুর্গামূর্তি, চাঞ্চল্য কাটোয়ায় ]

উল্লেখ্য, দিন কয়েক আগে একই ঘটনার সাক্ষী থেকেছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল৷ বুধবার গভীর রাতে সেখানেও আগুন লাগে৷ রোগীদের মধ্যে হুড়োহুড়িতে পড়ে যায়৷ এবং ঘটনায় মৃত্যু হয় ব্রজবালা রায় নামে অসমের ধুবড়ির এক বাসিন্দার৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ