Advertisement
Advertisement
Durgapur

সাংসদ কীর্তি আজাদ, মন্ত্রীর নাম করে প্রতারণা! দুর্গাপুরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও ছেলে

কারও কাছ থেকে কম্পিউটার, দামী মোবাইল কিনে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে।

Former councilor and his son arrested in Durgapur

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:February 19, 2025 9:12 am
  • Updated:February 19, 2025 9:58 am  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কখনও মন্ত্রীর নাম করে টাকা চাওয়া। কখনও তৃণমূল সাংসদের নাম করে মোবাইল ফোন নেওয়ার অভিযোগ। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলে। ঘটনাটি দুর্গাপুর পুরসভার। লিখিত অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ তাঁদের মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। ধৃত ওই তৃণমূল প্রাক্তন কাউন্সিলরের নাম মানস রায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠছিল। সম্প্রতি এক ব্যক্তির থেকে ১ লক্ষ ৯১ হাজার টাকা প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। তিনি টাকা না পেয়ে শেষপর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনায় সূত্র ধরে জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার প্রতারণার অভিযোগ উঠেছে।

Advertisement

সাংসদ কীর্তি আজাদের নাম করে মোবাইল কেনার অভিযোগ উঠেছে মানস রায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, কখনও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের নাম করেও প্রতারণা করেছেন বাবা ও ছেলে। কারও কাছ থেকে কম্পিউটার, দামী মোবাইল কিনে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে। চাকরি দেওয়ার নাম করে টাকা ও অন্যান্য জিনিসপত্র নেওয়ারও মারাত্মক অভিযোগ সামনে আসছে। টাকা ও জিনিসপত্র নিলেও কাউকে চাকরি দেওয়া হয়নি। আজ বুধবার ধৃতদের আদালতে তোলা হবে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, “প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই। আদালতে তুলে তাঁদের হেফাজতে নেওয়া হবে।” ঘটনায় এলাকায় চাপা গুঞ্জন শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement