Advertisement
Advertisement
দুর্ঘটনা

ডিউটি সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, গতির বলি ৪ পুলিশকর্মী

ঘাতক লরির পলাতক চালকের খোঁজে তল্লাশি।

Four cop died in a road accident near Palsit, Burdwan
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 28, 2019 11:31 am
  • Updated:October 28, 2019 6:48 pm

সৌরভ মাজি, বর্ধমান: কালীপুজোর ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৪ পুলিশকর্মীর। সোমবার ভোররাতে ২ নম্বর জাতীয় সড়কের পালসিটে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে।

জানা গিয়েছে, রবিবার রাতের ডিউটি সেরে এদিন ভোরে মেমারি থানা থেকে বর্ধমানে ফিরছিলেন বাদল সরকার, অনুপ কুমার বালা, প্রবীর কুমার হাটি ও বিশ্বজিৎ সামুই নামে ৪ পুলিশকর্মী। এঁরা সকলেই বর্ধমান পুলিশ লাইনে কনস্টেবল (গাড়ি চালক)পদে কর্মরত।  সেই সময় পালসিট এলাকায় পিছন থেকে একটি বালি বোঝাই লরি ওই পুলিশকর্মীদের গাড়িতে ধাক্কা দেয়। লরির ধাক্কায় দুমড়ে যায় গাড়িটি। সকলে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয়দের তৎপরতায় কোনওক্রমে চারজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে বাদল, বিশ্বজিৎ ও অনুপকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রবীরবাবু  মৃত্যু হয় ভোরের দিকে।

Advertisement

[আরও পড়ুন: মদ্যপ বাবার লালসার শিকার নাবালিকা, বাঁচাতে গিয়ে আক্রান্ত মা ও দাদু]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার। ময়নাতদন্তের পর দেহগুলি নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে। সেখানে তাঁদের শেষশ্রদ্ধা জানানো হয়। তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহগুলি। এমন ঘটনায় স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের সদস্যরা। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।

Advertisement

চার পুলিশকর্মীর মৃত্যুর খবর পেয়ে পদস্থ পুলিশকর্তারা হাসপাতালে যান। মর্গে মৃতদেহের ময়নাতদন্তের তদারকি করেন। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি বর্ধমান পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষশ্রদ্ধা জানান পুলিশ আধিকারিক ও সহকর্মীরা। পরে মৃতদেহ তাঁদের বাড়িতে পাঠানো হয়। ঘটনায় শোকের পরিবেশ পুলিশমহলে। 

[আরও পড়ুন: জঙ্গল থেকে তরুণীর নগ্ন দেহ উদ্ধার, তদন্তে ‘নিষ্ক্রিয়’ পুলিশ]

সোমবার সকালের দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলকাতামুখী লেনের উপর প্রচুর বালি পড়ে রয়েছে। ডিভাইডারের একাংশ ভাঙা রয়েছে। যা দেখে পুলিশের ধারণা, সংঘর্ষের পর লরি বা গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরেছিল। মেমারি থানার অধীন পালসিট ফাঁড়িতে গাড়ি ও লরিটি উদ্ধার করে রাখা হয়েছে। গাড়ির সামনের দিক থেকে প্রায় পুরো অংশটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। লরিরও সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার জেরে। লরির পিছনে পাল্লা খোলা ছিল। 

bdn-3-police
মৃত তিন পুলিশকর্মী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ