Advertisement
Advertisement

Breaking News

Howrah

ভারত ভ্রমণে বেরিয়ে হাওড়ায় মৃত্যু নবতিপর জার্মান পর্যটকের, দেহ ফেরাতে সক্রিয় পুলিশ

ওই বিদেশি পর্যটকের অস্বাভাবিক মৃত্যুতে জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

German tourist dies in Howrah after traveling to India

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:November 28, 2024 1:33 pm
  • Updated:November 28, 2024 2:09 pm  

স্টাফ রিপোর্টার, হাওড়া: ভারত ভ্রমণে বেরিয়ে জার্মানির বাসিন্দা এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হল হাওড়ায়। মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। জাহাজে করে গঙ্গা দিয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৯১ বছর বয়সি জন রিচার্ড কার্ল ম্যাফ নামে ওই পর্যটক। বি গার্ডেনে গঙ্গার ঘাটে নোঙর করা ছিল জাহাজটি। গুরুতর অসুস্থ ওই পর্যটককে নিয়ে দলের বাকি পর্যটকরা জাহাজ থেকে নেমে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা জনকে মৃত ঘোষণা করেন। বিদেশি পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। এদিকে, বিদেশি পর্যটকের মৃত্যুর খবর শুনেই মঙ্গলবার রাতে ওই বেসরকারি হাসপাতালে ছুটে যায় বি গার্ডেন থানার পুলিশ বাহিনী। মৃত্যুর কারণ জানতে পুলিশ পর্যটকের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানালেন, ওই বিদেশি পর্যটকের অস্বাভাবিক মৃত্যুতে জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। দূতাবাসের তরফেই জার্মানে ওই পর্যটকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই পর্যটকের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে এই পর্যটকদের দলটি ভারত ভ্রমণে বেরিয়ে কলকাতায় আসে। দলে ২৪ জন জার্মানি ও ১৪ জন আমেরিকান রয়েছেন। গঙ্গাবিহার নামে একটি ক্রুজে ওই পর্যটক দলের সঙ্গে ভ্রমণ করছিলেন জন। বুধবারই হাওড়ার বি গার্ডেন থেকে ওই স্পেশাল ক্রুজে তাঁদের বারাণসী যাওয়ার কথা ছিল। ক্রুজটিকে বি গার্ডেনে নোঙর করা হয়েছিল। মঙ্গলবার রাতে হঠাৎই ক্রুজের মধ্যে অসুস্থ হয়ে পড়েন জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement